Breaking News
* রূপপুরে পারমাণবিক জ্বালানি হস্তান্তর আজ * যুক্তরাষ্ট্রের ‘হাউজ অব স্পিকার’র কাজ কী? * ইরানে নীতিপুলিশের হামলায় কোমায় কিশোরী * ইউক্রেনকে দেওয়ার মতো পশ্চিমাদের গোলাবারুদ নেই! * সিকিমে আকস্মিক বান কেন, জানাল ইসরো * ইরানের ১১ লাখ রাউন্ড গোলাবারুদ ইউক্রেনে পাঠাল যুক্তরাষ্ট্র * দিল্লি কি এভাবে অপকর্ম চালিয়ে যেতে বলেছে: মির্জা ফখরুল * প্রধানমন্ত্রীর মহানুভবতা বিএনপি টের পাচ্ছে না : তথ্যমন্ত্রী * প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন ফখরুল * সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায়: মির্জা ফখরুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • সর্বাধিক আলোচিত

POOL

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্রবিরোধী ও ষড়যন্ত্রনির্ভর রাজনৈতিক দল। আপনি কি তাঁর সাথে একমত?

Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন

জনগণের কাছ থেকে কর নেয় না, যেসব দেশ

29-05-2023 | 11:56 am
অর্থনীতি

বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক দেশেই জনগণকে কর দিতে হয়। কিন্তু কিছু দেশ আছে যেখানে এক টাকাও ট্যাক্স দিতে হয় না।

ডেস্ক : বিশ্বের অধিকাংশ দেশে করই আয়ের প্রধান উৎস। সরকার জনগণের কাছ থেকে দুইভাবে কর আদায় করে। একটি হল প্রত্যক্ষ কর এবং অন্যটি হল পরোক্ষ কর। জনগণের কাছ থেকে সংগৃহীত করের মাধ্যমে সরকার দেশে উন্নয়নমূলক কাজ করে।

কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এমন কিছু দেশ আছে যেখানে মানুষকে একক ট্যাক্স দিতে হয় না। তা সত্ত্বেও এসব দেশের জনগণ সরকারের কাছ থেকে ভালো সুযোগ-সুবিধা পায়। শুধু তাই নয়, এই দেশগুলো দ্রুত উন্নতি করছে।

বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক দেশেই জনগণকে কর দিতে হয়। কিন্তু কিছু দেশ আছে যেখানে এক টাকাও ট্যাক্স দিতে হয় না।

চলুন জেনে নেওয়া যাক কোন কোন দেশ জনগণের কাছ থেকে কর আদায় করে না:
বাহামাস:
পর্যটকদের স্বর্গ বলা হয়, পশ্চিম গোলার্ধে অবস্থিত দেশটি। এই দেশের বিশেষ বিষয় হল এখানে বসবাসকারী নাগরিকদের আয়কর দিতে হয় না। কিন্তু সরকার ভ্যাট এবং স্ট্যাম্প ডিউটির মতো চার্জ ধার্য করে।

সংযুক্ত আরব আমিরাত:
সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ। তেল ও পর্যটনের কারণে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি খুবই শক্তিশালী। তাই সংযুক্ত আরব আমিরাতের লোকেরা আয়কর থেকে অব্যাহতি পেয়েছে।

বাহারাইন:
উপসাগরীয় দেশ বাহারাইনও নাগরিকদের তাদের উপার্জনের ওপর কোনও আয়কর দিতে হয় না। বাহারাইনে সরকার জনগণের কাছ থেকে কর আদায় করে না।

পানামা:
মধ্য আমেরিকার দেশ পানামার নাগরিকদের কোনও কর দিতে হবে না। এটি সৈকত এবং ক্যাসিনো একটি বড় চেইন আছে। যেখানে মূলধন লাভের উপরও কর দিতে হয় না।

ওমান:
বাহরিন ও কুয়েত ছাড়াও এই তালিকায় রয়েছে উপসাগরীয় দেশ ওমান। ওমানের নাগরিকদের আয়কর দিতে হয় না। কারণ ওমানের তেল ও গ্যাস সেক্টর শক্তিশালী বলে মনে করা হয়।

কাতার:
ওমান, বাহরিন ও কুয়েতের মতো কাতারের ক্ষেত্রেও একই অবস্থা। তেল খাতেও কাতার বেশ শক্তিশালী। এই দেশটি নিঃসন্দেহে ছোট কিন্তু এখানে বসবাসকারী মানুষ অনেক ধনী। এখানেও কোন আয়কর ধার্য করা হয় না।

কমেন্ট

<<1>>

নাম *

কমেন্ট *

সম্পর্কিত সংবাদ

© ২০১৬ | এই ওয়েব সাইটের কোন লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি | dainikprithibi.com
ডিজাইন এবং ডেভেলপমেন্ট - মোঃ রেজাউল ইসলাম রিমন