Breaking News
* দলের প্রত্যেক কেন্দ্রীয় নেতাকে নির্বাচনমুখী হতে হবে : শেখ হাসিনা * রূপপুরে পারমাণবিক জ্বালানি হস্তান্তর আজ * যুক্তরাষ্ট্রের ‘হাউজ অব স্পিকার’র কাজ কী? * ইরানে নীতিপুলিশের হামলায় কোমায় কিশোরী * ইউক্রেনকে দেওয়ার মতো পশ্চিমাদের গোলাবারুদ নেই! * সিকিমে আকস্মিক বান কেন, জানাল ইসরো * ইরানের ১১ লাখ রাউন্ড গোলাবারুদ ইউক্রেনে পাঠাল যুক্তরাষ্ট্র * দিল্লি কি এভাবে অপকর্ম চালিয়ে যেতে বলেছে: মির্জা ফখরুল * প্রধানমন্ত্রীর মহানুভবতা বিএনপি টের পাচ্ছে না : তথ্যমন্ত্রী * প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন ফখরুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • সর্বাধিক আলোচিত

POOL

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্রবিরোধী ও ষড়যন্ত্রনির্ভর রাজনৈতিক দল। আপনি কি তাঁর সাথে একমত?

Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন

এক্সপ্রেসওয়ের রড পড়ে এফোঁড়-ওফোঁড় মাথা, শিশুর মৃত্যু

29-05-2023 | 04:48 pm
জাতীয়

মহাখালীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়া রড মাথায় ঢুকে এক কিশোরের মৃত্যু হয়েছে।

ঢাকা : রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়া রড মাথায় ঢুকে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মহাখালীতে ব্রিটিশ আমেরিক্যান টোব্যাকোর সামনে সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

ওই শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ১২ বছর। পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি।

আবদুল কাদের নামে এক পথচারী জানান, নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে আসা একটি রডটি ওই শিশুর মাথার একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এক ফুটেরও বেশি লম্বা রড মাথায় গাঁথা অবস্থাতেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া।

তিনি বলেন, হাসপাতালে আনার পরও শিশুটি বেঁচে ছিল। চিকিৎসকেরা জরুরি ব্যবস্থা নেন। কিন্তু এর কিছুক্ষণ পরই সে মারা যায়।

পুলিশ ও পথচারীরা বলছেন, সকালে উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ায় সময় শিশুটির মাথায় ওপর থেকে রড পড়ে। রডের টুকরাটি শিশুটির মাথায় ঢুকে যায়।

হাসপাতালে নিয়ে আসা আরেক পথচারী মুরাদ হোসেন বলেন, ছেলেটাকে বেশ কিছুদিন ধরে এলাকায় হাঁটাহাঁটি করতে দেখি। তার বাড়ি কোথায়, কোথায় থাকে এসব জানা যায়নি।

বাচ্চু মিয়া বলেন, শিশুর মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।

কমেন্ট

<<1>>

নাম *

কমেন্ট *

সম্পর্কিত সংবাদ

© ২০১৬ | এই ওয়েব সাইটের কোন লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি | dainikprithibi.com
ডিজাইন এবং ডেভেলপমেন্ট - মোঃ রেজাউল ইসলাম রিমন