Breaking News
* প্রধানমন্ত্রীকে চীন সফ‌রের আমন্ত্রণ, এ বছরই যাওয়ার নিশ্চয়তা নেই * বিএনপির আগুন সন্ত্রাস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র * মার্কিন নতুন ভিসানীতি বিএনপির জন্য প্রচণ্ড চাপ তৈরি করেছে: তথ্যমন্ত্রী * আমরা শান্তিতে বিশ্বাস করি, সংঘাতে নয়: প্রধানমন্ত্রী * তারেক-জোবাইদা রহমানের মামলায় সাক্ষ্য দিলেন ৩ ব্যাংক কর্মকর্তা * এক্সপ্রেসওয়ের রড পড়ে এফোঁড়-ওফোঁড় মাথা, শিশুর মৃত্যু * সুদানে নাগরিকদের হাতে অস্ত্র তুলে নেওয়ার নির্দেশ * লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাক গুলি করে হত্যার দায়ে আটজনের মৃত্যুদণ্ড * বিশ্ব নেতাদের অভিনন্দন-শুভেচ্ছায় ভাসছেন এরদোয়ান * দিল্লিকে ন্যাটো প্লাসে চায় যুক্তরাষ্ট্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • সর্বাধিক আলোচিত

POOL

আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আপনি কি তাঁদের সাথে একমত?

Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন

প্রতিমন্ত্রীর কাছ থেকে পদক নিতে না চাওয়ায় বরখাস্ত তিন শিক্ষক

19-05-2023 | 06:43 am
শিক্ষা

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকীতে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গত বছর কুড়িগ্রামের রাজীবপুরে এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা কায়মনে দোয়া করব বঙ্গবন্ধুকে যেন আল্লাহ ‘জাহান্নামে’র ভালো জায়গায় স্থান করে দেয়।’

জান্নাত-জাহান্নাম নিয়ে বিভ্রাটে পড়া প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের কাছ থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের পদক নিতে চাননি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক।

তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নিতে আগ্রহ প্রকাশ করেন। যে কারণে তাদের বৃহস্পতিবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে, প্রতিমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণে ‘অস্বীকৃতি’জানিয়ে সাক্ষাৎকার প্রদানে উৎসাহিত করায় শৃঙ্খলাভঙ্গ হয়, যা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আচরণপরিপন্থী। এ জন্যই ওই তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকদের একজন রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার। তিনি বলেন, আমি প্রতিমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণে অস্বীকৃতি জানিয়ে কোনো বক্তব্য দেইনি। আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণের আকাঙ্ক্ষা জানিয়ে অনুভূতি ব্যক্ত করেছিলাম।

২০১৯ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়েও প্রতিমন্ত্রীর কাছ থেকে পদক না নিতে চাওয়ায় সাময়িকভাবে বরখাস্ত রাজবাড়ীর বালিয়াকান্দির স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম (পদকপ্রাপ্ত) এবং জয়পুরহাটের ক্ষেতলালের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবর রহমান।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ এবং শিক্ষা পদক ২০১৯ ও ২০২২ প্রদান অনুষ্ঠানের মহড়া অনুষ্ঠান হয় গত ১১ মার্চ ঢাকার ওসমানী মিলনায়তনে। মূল অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন পদক তুলে দেওয়ার বিষয়টি জানার পর উপস্থিত শিশুদের অভিভাবক এবং কিছু শিক্ষক প্রতিমন্ত্রীর পরিবর্তে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণের দাবি জানান।

একপর্যায়ে কিছু শিক্ষক ও অভিভাবক মুঠোফোনে সাক্ষাৎকার (বক্তব্য) দেন এবং অন্যদের সাক্ষাৎকার প্রদানে সহায়তা করেন। এ জন্য গত মার্চে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমন্বয় সভায় অধিদপ্তরের মহাপরিচালক জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জানা গেছে, ঢাকা, রাজবাড়ী ও জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস ওই তিন শিক্ষককে বরখাস্তের আদেশ জারি করে।

কমেন্ট

<<1>>

নাম *

কমেন্ট *

সম্পর্কিত সংবাদ

© ২০১৬ | এই ওয়েব সাইটের কোন লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি | dainikprithibi.com
ডিজাইন এবং ডেভেলপমেন্ট - মোঃ রেজাউল ইসলাম রিমন