Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
17-05-2023 | 02:35 pm
আইন ও আদালত
ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৭ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমানকে ২১ মে সকাল ১০টায় জাতীয় পরিচয়পত্র এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্রসহ দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১ নং সেগুনবাগিচা, ঢাকায় উপস্থিত হয়ে টিমের সদস্যের কাছে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে।
নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগের বিষয়ে তার (আনিছুর) কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।