Breaking News
* প্রধানমন্ত্রীকে চীন সফ‌রের আমন্ত্রণ, এ বছরই যাওয়ার নিশ্চয়তা নেই * বিএনপির আগুন সন্ত্রাস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র * মার্কিন নতুন ভিসানীতি বিএনপির জন্য প্রচণ্ড চাপ তৈরি করেছে: তথ্যমন্ত্রী * আমরা শান্তিতে বিশ্বাস করি, সংঘাতে নয়: প্রধানমন্ত্রী * তারেক-জোবাইদা রহমানের মামলায় সাক্ষ্য দিলেন ৩ ব্যাংক কর্মকর্তা * এক্সপ্রেসওয়ের রড পড়ে এফোঁড়-ওফোঁড় মাথা, শিশুর মৃত্যু * সুদানে নাগরিকদের হাতে অস্ত্র তুলে নেওয়ার নির্দেশ * লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাক গুলি করে হত্যার দায়ে আটজনের মৃত্যুদণ্ড * বিশ্ব নেতাদের অভিনন্দন-শুভেচ্ছায় ভাসছেন এরদোয়ান * দিল্লিকে ন্যাটো প্লাসে চায় যুক্তরাষ্ট্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • সর্বাধিক আলোচিত

POOL

আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আপনি কি তাঁদের সাথে একমত?

Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন

কতটা ধনী ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস?

05-05-2023 | 10:58 am
অফবিট

বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

ডেস্ক : যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবে শনিবার (৬ মে) রাজ্যাভিষেক হবে তৃতীয় চার্লসের। বর্তমান ব্রিটিশ রাজা কতটা ধনী সেই সম্পর্কে খুব কমই জানা যায়।

অবশ্য রাজা-রানির কথা মনে হলে আমাদের মাথায় আসে কাড়ি কাড়ি অর্থ, ধন-সম্পত্তির কথা। জানা যাক রাজা তৃতীয় চার্লসের অবস্থান এদিক দিয়ে কেমন।

১৯৯০ সালে অর্গানিক বিস্কুটের ব্যবসা শুরু করেন রাজা তৃতীয় চার্লস। এরপর অন্যান্য পণ্যও উৎপাদন শুরু করেন তিনি। সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, চার্লসের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য শুধুমাত্র বিট্রিশ সুপারমার্কেট ওয়েটরোজে বিক্রি করা হয়। এই ব্র্যান্ডটি জানিয়েছে তারা ৪ মিলিয়ন ডলারের বেশি লাভ করেছে। যা সাবেক প্রিন্স অব ওয়েলসের দাতব্য সংস্থায় দান করা হয়।

ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী হিসেবে চার্লসের কর্নওয়েলের জমিদারির নিয়ন্ত্রণ আছে, এসব সম্পত্তির মূল্য প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। পুরো ইংল্যান্ডজুড়ে ১ লাখ ৩০ হাজার একর জায়গাজুড়ে তার জমিদারি রয়েছে। ওয়ালস্ট্রিট জানিয়েছে, ২০১২ সালের পর চার্লসের এসব সম্পত্তির দাম ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র ২০২২ সালে ভাড়া হিসেবে এই জমিদারি থেকে ২৮ দশমিক ৩ মিলিয়ন ডলার আয় করেছিলেন তিনি।

রাজা চার্লস তার মা দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ল্যাঙকাস্টারের জমিদারিও পেয়েছিলেন। সেসব জমির মূল্য প্রায় ৮০০ মিলিয়ন ডলার। তার এ জমিদারির ৪৫ হাজার একর জায়গাজুড়ে রয়েছ কমার্শিয়াল, কৃষি ও আবাসিক ভবন। এই জমিদারি থেকে পাওয়া অর্থ চার্লসের ব্যক্তিগত আয়।

এছাড়া রাজা তৃতীয় চার্লসের বড় একটি আয় আসে সরকার প্রদত্ত অর্থ থেকে। প্রতি বছর ব্রিটিশ সরকার রাজা বা রানিকে অর্থ প্রদান করে। রাজার পরিবার ব্রিটিশ সরকারের কাছে অসংখ্য জমি ন্যস্ত করেছে। সেগুলো থেকে সরকার যে আয় করে তারই একটি অংশ দেওয়া হয়। গত বছর এই অর্থের পরিমাণ ছিল ১০৬ মিলিয়ন ডলার। এগুলো ব্যয় করা হয় রাজার অফিসিয়াল কাজকর্ম ও বাসস্থানের পেছনে।

কমেন্ট

<<1>>

নাম *

কমেন্ট *

সম্পর্কিত সংবাদ

© ২০১৬ | এই ওয়েব সাইটের কোন লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি | dainikprithibi.com
ডিজাইন এবং ডেভেলপমেন্ট - মোঃ রেজাউল ইসলাম রিমন