Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
23-01-2023 | 03:37 pm
মিডিয়া
ঢাকা : প্রয়াত সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের স্মরণসভায় বক্তারা বলেন, তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন আপসহীন নেতা, কেউ পথ হারালে পথের সন্ধান চাইলে তাকে পথের সন্ধান দিতেন। সাংবাদিকদের অধিকার আদায়ে এক লড়াকু সৈনিক ছিলেন তিনি।
সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সেভ দ্য জার্নালিস্ট'স,জার্নালিস্ট'স ভয়েস অফ বাংলাদেশ এর উদ্যোগে প্রয়াত সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের স্মরণসভায় তিনি এই কথা বলেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, আলতাফ মাহমুদ সাংবাদিকতায় আসেন গত শতকের সত্তরের দশকে। বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় সমাবেশের সংবাদ সংগ্রহ করেছেন তিনি। এ ছাড়া অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ছিলেন।ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) পাঁচ বার সভাপতির দায়িত্বও পালন করেছেন আলতাফ মাহমুদ। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেতা।আলতাফ মাহমুদ কেউ পথ হারালে পথের সন্ধান চাইলে তাকে পথের সন্ধান দিতেন। গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন। রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কাজের সঙ্গে নিজে থাকতেন না। অন্যদের নিরুৎসাহিত করতেন। খেটে খাওয়া মানুষের সঙ্গে থাকতেন। , তিনি সবাইকে সচেতন করে সমাজের প্রতি ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করার জন্য উৎসাহিত করতেন।
উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক কাজী রফিকুল ইসলাম , বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোল্লা জালাল, জলিল ভূঁইয়া,সাংবাদিক আবু জাফর সূর্য, ,ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন, প্রমূখ।