Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
22-01-2023 | 05:17 pm
খেলাধুলা
মঞ্জুর আহমেদ: রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়, কুমিল্লা এবং ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ এর যৌথ আয়োজনে গতকাল বিকেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে সুলতানা কামাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা থেকে আগত রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সাথে ঢাকার ভিকারুননিসা নুন স্কুলের ছাত্রীদের মধ্যকার ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর। মাঠভর্তি দর্শকের উপস্থিতিতে নির্ধারিত ৯০ মিনিটে কোন গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে পাওয়া প্যালান্টি থেকে রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের করা একটি দুর্দান্ত গোলের মাধ্যমে খেলার সমাপ্তি ঘটে।
ম্যাচ শেষে প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ফারুক এর হাত থেকে উভয় দলের খেলোয়াররা পুরস্কার গ্রহণ করেন।
রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ড. আহসানুল আলম কিশোর এর সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, ভিকারুননিসা নুন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক কামরুন্নাহার, ঢাকা ক্লাব লিঃ এর প্রেসিডেন্ট মশিউজ্জামান রুমেল, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রহিমা আক্তার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের কার্যকরী সদস্য এডভোকেট রাশেদা রহমান, নাগরিক টিমের ব্যবস্থাপনা পরিচালক নাবেদুল হক, জাতীয় পদকপ্রাপ্ত অ্যাথলেটিকস ফরহাদ জেসমিন লিটি, জাতীয় পদকপ্রাপ্ত ফুটবলার আবদুল গাফফার, ভিকারুননিসা নুন স্কুল ও কলেজের সহকারী শিক্ষক লিপি আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।