Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
03-08-2022 | 07:20 pm
প্রশাসন
ঢাকা: বাংলাদেশ পুলিশের ৪০ কর্মকর্তাকে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১০ কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তারা বিভিন্ন জেলার এসপি পদে কর্মরত ছিলেন। ১০ পুলিশ সুপারকে জেলার দায়িত্ব থেকে সরিয়ে নতুন দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস।
১০ জেলা হচ্ছে- মাগুরা, শেরপুর, বরগুনা, সাতক্ষীরা, ঝালকাঠি, বান্দরবান, পঞ্চগড়, খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা ও মুন্সিগঞ্জ।
এরআগে বুধবার (৩ আগস্ট) সকালে পৃথক প্রজ্ঞাপনে ৪০ জেলায় নতুন এসপি দেওয়া হয়।