Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
01-08-2022 | 12:42 am
গ্রাম বাংলার খবর
ভোলা: বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আবদুর রহিম নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
রোববার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে কালিনাথ রায় বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তা সদর রোড পর্যন্ত ছড়িয়ে পড়ে। এসময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির শোপান জানান, পুলিশের গুলিতে আব্দুর রহিম নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছে। এ বিষয়ে পুলিশের কেউ কথা বলতে রাজি হয়নি।