Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
01-08-2022 | 11:07 pm
প্রশাসন
ঢাকা : মানুষের সেবার মান বাড়াতে রূপগঞ্জ থানা পুলিশকে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, বর্তমান পুলিশ সাধারণ মানুষের সেবা দিতে আগের চেয়ে অনেক এগিয়ে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন সেবাসহ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। পুলিশের মতো করে সাধারণ মানুষকেও মানবিক হতে হবে, তবেই সমৃদ্ধশালী একটি দেশ গড়া যাবে। পরে তিনি থানা আঙিনায় বৃক্ষরোপণ, কনফারেন্স রুম ও সেবা গ্রহিতাদের জন্য রেস্ট হাউস উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, নারায়ণগঞ্জ গ সার্কেল পুলিশ সুপার আবীর হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ প্রমুখ।