Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
15-06-2022 | 07:08 pm
অপরাধ
ঢাকা : রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়াড়ি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেপ্তাররা হলেন মো. সারোয়ার হোসেন খন্দকার ওরফে আবির ও মো. নাজমুস সাকিব।
মঙ্গলবার (১৪ জুন) দিবাগত মধ্যরাতে হাতিরঝিলের মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, ঢাকা মহানগরে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মধুবাগ এলাকায় কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া পরিচালনা করছেন।
এমন তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে আবির ও সাকিব নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তাররা নিজেদের নাম-ঠিকানা গোপন করে ভিন্ন নামে অনলাইনভিত্তিক কিছু সফটওয়্যারের মাধ্যমে জুয়া খেলে ও বাজির টাকা অনলাইন কারেন্সি পিইউবির মাধ্যমে ই-ট্রানজেকশন করে থাকে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।