Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
08-05-2022 | 02:22 pm
শিল্প-সাহিত্য
ঢাকা : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ৮৭তম জন্মদিন আজ রোববার (৮ মে)।
এই রাজনীতিবিদের জন্মদিনে ফরিদপুর-২ আসন তথা সালথা-নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৩৫ সালের এই দিনে মাগুরা জেলায় নানা বাড়িতে জন্মগ্রহণ করেন সাজেদা চৌধুরী। তার বাবা সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মা সৈয়দা আছিয়া খাতুন। তার স্বামী গোলাম আকবর চৌধুরী।
সাজেদা চৌধুরী ১৯৫৬ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন যখন তুঙ্গে তখন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় স্থায়ীভাবে চলে আসেন তিনি। স্বামী ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরীসহ চার ছেলে-মেয়েকে নিয়ে ঢাকায় আসার পর আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন ১৯৫৬ সালে আওয়ামী লীগের সদস্য হওয়া সাজেদা চৌধুরী।
১৯৬৯ সালে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। পরের বছর ১৯৭০ সালে নির্বাচিত সাতজন নারী এমএনএ’র মধ্যে সাজেদা চৌধুরী ছিলেন অন্যতম।
কলকাতার বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তার প্রাথমিক শিক্ষাজীবন শুরু, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেন তিনি।
১৯৮১ সালে দলের জাতীয় সম্মেলনে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি এবং তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সাজেদা চৌধুরী ও তার স্বামীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
সাজেদা চৌধুরী ১৯৯৬-২০০১ মেয়াদে সরকারের পরিবেশ ও বনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের পর নবম সংসদে উপনেতা নির্বাচিত হন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর- ২ আসন থেকে সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সাজেদা চৌধুরী।