Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
19-03-2022 | 09:22 pm
প্রবাসে আমরা
ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিক লেনে উদ্বোধন করা হয়েছে ‘বাংলা টাউন’ গেট (ফটক) ও ‘মাটির টান’ নামের দেয়ালচিত্র।
গত শুক্রবার দেয়ালচিত্র দুটি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।
ব্রিক লেন মূলত বাংলাদেশি খাবার, দেয়ালচিত্র ও ঐতিহ্যবাহী পোশাক পণ্যের জন্য বিখ্যাত। এর আশেপাশের এলাকা ‘বাংলা টাউন’ নামে পরিচিত। ব্রিক লেনে বহু আগে থেকেই একটি গেট ছিল। সেটি সংস্কার ও বাংলা অক্ষরে ‘বাংলা টাউন’ নামটি যুক্ত করে পুনরায় স্থাপন করা হয়েছে।
‘বাংলা টাউন’ গেটের পাশের ভবনের দেয়ালে আঁকা হয়েছে একটি দেয়ালচিত্র। সেখানে স্থান পেয়েছে নদীর বুকে মাঝির দাঁড় টানার দৃশ্য। এর একপাশে সিলেটের ঐতিহ্যবাহী কিন সেতু। নিচের অংশে চায়ের পাতা সংগ্রহে ব্যস্ত এক নারীর চিত্র শোভা পাচ্ছে।
বাংলাদেশি বংশোদ্ভূত চিত্রশিল্পী মোহাম্মদ আলী দেয়ালচিত্রটি এঁকেছেন। তিনি বলেন,‘ছবির দিকে তাকালেই যেন বাংলার চিত্র ফুটে ওঠে, সে দিকটি বিবেচনায় ছিল। আমরা যুক্তরাজ্যে থাকি, কিন্তু মন পড়ে থাকে বাংলাদেশে। হৃদয়ের এই টানাপোড়েনের বিষয়টিও চিত্রকর্মে তুলে ধরার চেষ্টা করেছি।’
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস বলেন, ব্রিক লেন ও বাংলা টাউন টাওয়া হ্যামলেটসের অন্যতম আকর্ষণ। এখানে বাংলা টাউন গেট এবং মাটির টান দেয়ালচিত্র স্বাধীন বাংলাদেশের প্রভাব ও ঐতিহ্যের কথা যুগ যুগ ধরে জানান দেবে।
গত বছরের ২৬ মার্চ পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধন করা হয়। এর পর থেকে বাংলাদেশের পতাকা উত্তোলন, লাল-সবুজ আলোকসজ্জা, বাংলা নাট্য উৎসব, আলোচনা, চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন হয়েছে।