Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
15-03-2021 | 12:55 pm
মুজিববর্ষ
ঢাকা :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের সময় যুব নেতা ছিলেন, আর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের মহান নেতা ছিলেন। পৃথিবীর ইতিহাসেএকমাত্র নেতা বঙ্গবন্ধু দুটি দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন বলে উল্লেখ করেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী (সাবেক বিচারক) বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
আট-ই-ফাল্গুন সামাজিক সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে “১৩৫৯ বঙ্গাব্দ আট-ই-ফাল্গুন, ভাষা আন্দোলন থেকে মহান স্বাধীনতা, মুজিব শতবর্ষ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রোববার বিকেলে রাজধানীর তোপখানা রোডস্হ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আট-ই-ফাল্গুন সামাজিক সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে “১৩৫৯ বঙ্গাব্দ আট-ই-ফাল্গুন, ভাষা আন্দোলন থেকে মহান স্বাধীনতা, মুজিব শতবর্ষ” শীর্ষক আলোচনা সভায় বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পৃথিবীর ইতিহাসে একই ব্যাক্তি দুটি স্বাধীন দেশের জন্ম দিয়েছেন তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানের যুবনেতা বাংলাদেশের প্রধাননেতা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী(সাবেক বিচারক), বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আট-ই-ফাল্গুন সামাজিক সাংস্কৃতিক সংসদের সিনিয়র সহ-সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের প্রচার সম্পাদক ও দৈনিক পৃথিবীর নির্বাহী সম্পাদক শেখ মোঃ তাজুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: গোলাম ফারুক অধ্যক্ষ, মনোহরদী সরকারী কলেজ, নরসিংদী।
সভাপতিত্ব করেন গাজী কামরুজ্জামান সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সভাপতি বঙ্গবন্ধু আদর্শ চর্চা পরিষদ কেন্দ্রীয় কমিটি।
আরো বক্তব্য রাখেন, অধ্যাপক মুহাম্মদ ইউনুস হাসান চৌধুরী-প্রাণিবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আসরারুল হাসান আশু সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন আহমেদ সাবেক জাতীয় ফুটবল খেলোয়ার ও ক্রীড়া সংগঠক। এম এ মান্নান মুনীর অধ্যক্ষ, প্রতিষ্ঠাতা, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল। শেখ আসাদুজ্জামান আজম সভাপতি, কর বিভাগীয় সাংস্কৃতিক নাট্য গোষ্ঠি । জান্নাতুল ফেরদৌস সত্বাধিকারী-অজানা মাশরুম ফুট প্রোডাক্টস। বিশিষ্ট শ্রমিক নেতা বাহরানে সুলতান বাহার সভাপতি, বাংলাদেশ ভাড়াটিয়া পরিষদ। উপস্থাপনায় মহসীন আহমেদ স্বপন-বার্তা সম্পাদক, দৈনিক সকালের সময়। স্বাগত বক্তব্য রাখেন আজিজুল হক মিন্টু- প্রতিষ্ঠাতা মহাসচিব, আট-ই-ফাল্গুন সামাজিক সাংস্কৃতিক সংসদ।