Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
03-11-2016 | 09:38 am
গ্রাম বাংলার খবর
মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাচাইন বাজার এলাকায় বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন।
আজ (০৩ নভেম্বর) ভোরে মাচাইন বাজার এলাকার রাস্তা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিল্লাল হোসেন পার্শ্ববর্তী শিবালয় উপজেলার কাকরোল গ্রামের হেল্লাল মোল্লার ছেলে এবং মাচাইন বাজারের টেইলার্স ব্যবসায়ী।
নাম প্রকাশ না শর্তে বিল্লালের এক প্রতিবেশী জানান, একই এলাকার এখলাস মাতব্বরের ছেলে সুমন মিয়া (২০) নিহতের স্কুল পড়ুয়া দশম শ্রেণীর মেয়েকে প্রেমের প্রস্তাব দেন। ওই স্কুল ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় সুমন। কিন্তু এতে ওই মেয়ে ও পরিবার রাজি না হওয়ায় সুমন ওই স্কুল ছাত্রী এবং তার পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দেন। ওই সূত্র ধরেই খুনের এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মাচাইন বাজার থেকে বাড়ি যাওয়ার পথে খুন হন বিল্লাল। বিল্লালের পরিবারের সদস্য ও স্থানীয়রা হত্যাকাণ্ডের সঙ্গে সুমনের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। এদিকে ঘটনার পর থেকে সুমন পরিবারসহ পলাতক রয়েছেন।
নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।