• ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার সন্ধ্যা ৭:৫০
S M Tajul Islam আগস্ট ২, ২০২৫

৯ আগষ্ট ফ্যাসিবাদ বিরোধী মজলুৃম সাংবাদিক ফোরাম’র জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ

ঢাকা: শনিবার বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাবে ক্যান্টিন ফ্যাসিবাদ বিরোধী মজলুৃম সাংবাদিক ফোরাম এর আহবায়ক সাবেক নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার সভাপতিত্ব করেন।

সভার শুরুতেই আলোচক বৃন্দ বলেন, এক বছর রাজনৈতিক ফ্যাসিবাদের পতন হলেও রাষ্ট্রে সর্বক্ষেত্র ফ্যাসিবাদ বহাল আছে। এখন পর্যন্ত ইসলামীক টিভি,চ্যানেল ওয়ান,দিগন্ত টিভি সহ বন্ধ গণমাধ্যম গুলো অধ্যাদেশজারী করে ক্ষতিপুরণসহ খুলে দেওয়া হয় নাই। বাংলাদেশ সংবাদ সংস্হা(বাসস) এর ফ্যাসিবাদের কর্মকান্ড সংশ্লিষ্ট মন্ত্রনালয় অদৃশ্য কারণ তদন্ত করার ব্যাবস্হা গ্রহন করছে না।

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক সাদ বিন রাব্বি, শাহারুল ইসলাম রকি,এস,এম,তাজুল ইসলাম,লাকি হোসেন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী, মাসিক অক্ষর এর ব্যাবস্হাপনা সম্পাদক মোঃবেলাল আহাম্মেদ, আলম চৌধুরী প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রম আগামী ৯ আগষ্ট ফ্যাসিবাদ বিরোধী মজলুৃম সাংবাদিক ফোরাম জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

আগামী বুধবার ৬ আগষ্ট বিকাল ৫টায় একই স্হানে আহবায়ক মোস্তফা কামাল মজুমদার, সাদ বিন রাব্বি, শাহারুল ইসলাম রকি,এস,এম,তাজুল ইসলাম প্রস্তুতি সভা করার পরামর্শ হয়।

সভায় আরো বলা হয় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্হা, রেডিও বাংলাদেশ ফ্যাসিষ্ট শাসন কালে যাদের কর্মচ্যুতি করে নিয়োগ দেয় তাদের নিয়োগ বাতিল করে মজলুমদের নিয়োগ দিতে হবে। গণমাধ্যমের ট্রাস্টি সম্পদ গুলো ফিরিয়ে দিতে হবে। তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানী মুলক মামলা ৫ আগষ্টের আগেই প্রত্যাহার করতে হবে। সভায় ৫ আগষ্ট এর আগেই ফ্যাসিবাদ বিরোধী মজলুম সাংবাদিকদের আহবানে সরকার সাড়া দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *