• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রাত ১২:১৬
S M Tajul Islam অক্টোবর ১৫, ২০২৫

২ মৌসুমি ঝড় : মেক্সিকোতে নিহত-নিখোঁজ বেড়ে ১২৯

আন্তর্জাতিক ডেস্ক: দুই মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ডের আঘাত এবং এর জেরে প্রবল বর্ষণ-বন্যা ও ভূমিধসে মেক্সিকোতে নিহত ও নিখোঁজের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১২৯ জনে। এদের মধ্যে ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন ৬৫ জন।

গতকাল সোমবার দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহজুড়ে প্রবল বর্ষণের ফলে দেশটির নদী-হ্রদ ও অন্যান্য জলাশয়ের পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বন্যা শুরু হয়েছে দেশটির ৫টি প্রদেশের বিভিন্ন অঞ্চলে। অনেক এলাকায় ভূমিধসও ঘটেছে। নিতহ ও নিখোঁজদের সবাই বন্যা ও ভূমিধসের শিকার।

মেক্সিকোর ৫টি প্রদেশের মধ্যে নিহত ও নিখোঁজের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে হিদালগো এবং ভেরাক্রুজ প্রদেশে। হিদালগোতে মৃত্যু হয়েছে ২৯ জনের এবং এখনও নিখোঁজ আছেন ১৮ জন। আর ভেরাক্রুমে মারা গেছেন ২১ জন এবং এখনও নিখোঁজ আছেন ৪৩ জন। এছাড়া ঝড়-বৃষ্টি-বন্যা-ভূমিধসে এই ৫ প্রদেশের ১ লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে।

গত কাল এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম জানিয়েছেন, মরদেহ ও নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের ব্যাপারে শিগগিরই মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *