সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার, রিমান্ড চাইবে পুলিশ
ঢাকা : ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী। বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, ‘সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে।’
২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত হওয়ার ঘটনায় মোকতাদিরসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৩ আগস্ট সদর থানায় একটি হত্যা মামলা হয়।
এছাড়া ২০১৮ সালের ১৬ ডিসেম্বর বিএনপির নেতা খালেদ হোসেন মাহবুবের গাড়িবহরে হামলার অভিযোগে গত ২৭ আগস্ট উবায়দুল মোকতাদিরসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬৮ নেতাকর্মীর নামে ব্রাহ্মণবাড়িয়ায় আরেকটি মামলা হয়।
গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
আগের সরকারে থাকা ও প্রভাবশালীদের মধ্যে এখনো যারা বিদেশে যেতে পারেননি, তাদের কেউ সরকার পতনের পর থেকে প্রকাশ্যে আসেননি বা আত্মগোপনে রয়েছেন। এরমধ্যেই সবশেষ সাবেক গণপূর্ত মন্ত্রীকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হন।
২০১৪ সালের ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এবং ২০২৪ সালের ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়লাভ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
১৯৮৩ সালে বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন সাবেক এই আমলা, যিনি ১৯৮৬ সালে তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার একান্ত-সহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।