• ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত ৩:০৬
S M Tajul Islam আগস্ট ২, ২০২৫

সাংবাদিক কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে পেশাজীবী নেতৃবৃন্দ

ঢাকা : জ্বর ও চিকনগুনিয়ায় আক্রান্ত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী আজ বাসায় ফিরতে পারেন। তিনি এখন অনেকটা সুস্থ বলে পারিবারিকসূত্র জানিয়েছে।

পেশাজীবীদের এ নেতাকে আজ শনিবারও বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা দেখতে আসেন হাসপাতালে।

সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এডভোকেট আবদুস সালাম পিন্টু পিজি হাসপাতালে আসেন। তিনি চিকিৎসকদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি কাদের গনি চৌধুরীর শয্যা পাশেও কিছু সময় কাটান।এছাড়াও কাদের গনি চৌধুরীকে দেখতে আসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সের প্রফেসর ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার প্রফেসর ডা: নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ডা: শেখ ফরহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাফিউল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর শফিউল গনি চৌধুরী, প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, প্রফেসর ডা: রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম, মোরসালিন নোমানী, জিএম রাজিব হোসেন, মিয়া হোসেন, অজিত রায়, ফজলুর রহমান জুলফিকার, রফিক লিটন, রিয়েল রোমান, আল আমিন, ফিজিওথেরাফিষ্এসোসিয়েশন অব বাংলাদেশ-প্যাব সভাপতি মোঃ কামরুজ্জামান কল্লোল,মহাসচিব : মোঃ তানভীরুল আলম, প্যাব নেতা মহসীন আকন্দ, মোঃ রাসেল হুদা, মোঃ নাজমূল হাসান, তানভীর হাসান, মোঃ রাশেদুল ইসলাম রিপন, মোঃ ওয়াসিউর রহমান, নার্সেস এসোসিয়েশনের সুজন মিয়া, মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশনের
জুন্নুন রেজা চৌধুরী প্রমুখ সাংবাদিকদের এ নেতাকে দেখতে হাসপাতালে আসেন।

সাংবাদিক কাদের গনি চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা: আবুল কালাম আজাদের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

ডা. আজাদ জানান, কাদের গনি চৌধুরী এখন অনেকটা সুস্থ। তিনি ইচ্ছা করলে বাসায় গিয়েও চিকিৎসা নিতে পারেন। তাঁর শরীরে ব্যথা, কাশি এবং দুর্বলতা এখনও রয়ে গেছে। এগুলো পুরোপুরি সারতে কিছুদিন সময় লাগবে।

কাদের গনি চৌধুরী জানান, তিনি অনেকটা সুস্থ। আজই বাসায় ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *