• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার দুপুর ১:০৯
S M Tajul Islam ডিসেম্বর ২৮, ২০২৪

সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান

ঢাকা : সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং তাদের অধিকার সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা উল্লেখ করেন, মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্বপ্ন বাস্তবায়নে ২১ দফা দাবি আজ সময়ের দাবি বলে মন্তব্য করেন ওবায়দুর রহমান শাহীন।

শনিবার ২৮ ডিসেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন কর্তৃক প্রস্তাবিত ২১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক মহাসমাবেশ তিনি এই কথা বলেন।

ওবায়দুর রহমান শাহীন বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং তাদের অধিকার সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা উল্লেখ করেন, মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্বপ্ন বন্ধ বাস্তবায়নে এই ২১ দফা দাবি আজ সময়ের দাবি, নীতি ও মর্যাদা সমুন্নত রাখতে হয় সাংবাদিক পেশার ক্ষেত্রেই। আর পেশাজীবীকে হতে হয় সৎ- আন্তরিক- পরিশ্রমী এবং পেশার প্রতি নিষ্ঠ-নিবেদিত অঙ্গীকারাবদ্ধ।

সমাবেশে দেশের বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের অধিকার রক্ষায় মরহুম মুহম্মদ আলতাফ হোসেন কর্তৃক পেশকৃত ২১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং এই দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সাংবাদিকদের ২১ দফা দাবি সমূহ:

১. গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের দমনকারী সকল কালাকানুন বাতিল।

২. সাংবাদিকদের বিরুদ্ধে সকল অভিযোগ প্রেস কাউন্সিলে নিষ্পত্তি।

৩. সাংবাদিক পেনশন স্কিম, গ্রুপ বীমা ও অন্যানা সুবিধা চালু।

৪. মাটোর্ধ্ব বয়স্ক সাংবাদিকদের সরকারি কোষাগার থেকে ভাতা প্রদান।

৫. সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারী দণ্ডবিধি প্রয়োগ ও গ্রেফতার পরিহার।

৬. পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের ক্ষতিপুরণ প্রদান।

বিভাগীয় শহরে পিআইবির শাখা স্থাপনসহ সাংবাদিক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ।

৭. ৮ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় অগ্রাধিকার।

৯. সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সহযোগিতা।

১০. জাতীয় সাংবাদিক অধিতার সনদ প্রণয়ন।

১১. সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন।

১২. প্রেস কমিশন গঠন করে গণমাধ্যমের জন্য শিল্পনীতি প্রণয়ন।

১৩. গ্রামীণ সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান ও বেতন বোর্ড রেয়েন্দাদের সুযোগ-সুবিধা নিশ্চিত।

১৪. টেলিভিশন ও রেডিও সাংবাদিকদের বেতন কাঠামো সমতা।

১৫. বিজ্ঞাপন নীতিতে সুথম নীতি অনুসরণ।

১৬. ফ্রিল্যান্স সাংবাদিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত।

১৭. গণমাধ্যম নিয়ন্ত্রণের পদক্ষেপ পরিহার।

১৮ বাংলাদেশ বেতার ও টেলিভিশনকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত রাখা।

১৯ বেকার সাংবাদিকদের কর্মসংস্থান বা ভাজা প্রদান।

২০. প্রথিতযশ্য সাংবাদিকদের রচনা প্রকাশে উত্তোগ।

২১. অনলাইন সংবাদমাধ্যমের জন্য সহজ নীতিমালা প্রণয়ন।

উক্ত সমাবেশে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওবায়দুর রহমান শাহীন, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জনাব মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, খুরশিদ আলম, সাধারণ সম্পাদক, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *