• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার রাত ১১:০৪
S M Tajul Islam নভেম্বর ৭, ২০২৫

সংসদীয় আসন ঢাকা-৮ জামায়াতের প্রার্থী হেলাল উদ্দিনের মোটরসাইকেল শোভাযাত্রা

ঢাকা : সংসদীয় আসন ঢাকা-৮ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ (শুক্রবার) সকাল ১০টা ২০ মিনিটে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু করে।

শোভাযাত্রায় দেখা গেছে, শুরুর দিকে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এরপর একটি ছাদ খোলা গাড়িতে অ্যাডভোকেট হেলাল উদ্দিন। তিনি গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে সবাইকে স্বাগত জানান। এরপরে ছিল আরও কয়েকশো মোটরসাইকেল। প্রতিটি মোটরসাইকেলে ২ জন করে জামায়াত কর্মীরা অংশগ্রহণ করেন। তাদের অনেকের মাথায় হেলমেট দেখা যায়নি।

শোভাযাত্রা চলাকালে জামায়াত কর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহ হু আকবার’, ‘আমাদের মাঝে কোন ভাই আছে? কোন সে ভাই? হেলাল ভাই, হেলাল ভাই’ স্লোগান দিতে থাকেন।

পাঁচ দফা মেনে নিন, না হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে
বিএনপিকর্মী আব্দুল হাকিম হত্যায় গ্রেপ্তার ৪, যা বললো পুলিশ
জানা গেছে, তার এই মোটরসাইকেল শোভাযাত্রাটি শাহবাগ থেকে মৎস্যভবন, হাইকোর্ট, মাজার, কর্মচারী হাসপাতাল, সিটি কর্পোরেশন, মাজার দক্ষিণ গেট, বঙ্গভবন, দৈনিক বাংলা, শাপলা চত্বর, নটরডেম, আল হেলাল, জোন বাজার, কামলাপুর, সেন্টার পয়েন্ট, মির্জা আব্বাস কলেজ, আমতলা, রাজারবাগ, মালিবাগ, মগবাজার, সাবেক রমনা থানা, বেইলি রোড, শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, দৈনিক বাংলা হয়ে পল্টন মোড় এসে শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *