
শোকসভায় ইফতার খেতে গিয়ে বিএনপির দু’পক্ষে হাতাহাতি, ভিডিও করায় সাংবাদিক লাঞ্ছিত
চট্টগ্রাম : চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ আল নোমানের শোকসভা ও ইফতার মাহফিলের মঞ্চে বসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
এর ছবি তুলতে গিয়ে যমুনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর রিপোর্টার মামুনুর রশীদ অভি ও ক্যামেরাপার্সন সুজন চন্দ্রনাথকে নাজেহাল করা হয়েছে। তাদের ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়। তবে পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
শনিবার সন্ধ্যায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।
জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তার এক আত্মীয়ের মৃত্যু সংবাদে তিনি বিমানবন্দর থেকে ফিরে যান।
তার পরিবর্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয় শ্রমিক দলের সমন্বয়কারী সামসুর রহমান শিমুল বিশ্বাস ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
এদিকে অনুষ্ঠানে হাতাহাতি ও যমুনা টিভির সাংবাদিকদের লাঞ্ছিত করা প্রসঙ্গে নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু বলেছেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। খাবার-দাবার নিয়ে কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা ও হট্টগোল হয়েছে। সিনিয়রদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত শান্ত হয়।