• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার সকাল ৮:৫৯
S M Tajul Islam নভেম্বর ২৩, ২০২৪

শিক্ষিত জনগোষ্ঠীই দেশের প্রধান চালিকা শক্তি: বিচারপতি বসির

ঢাকা : বরগুনা বেতাগী উপজেলা কল্যাণ সমিতি, ঢাকাস্থ এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

এসএসসি ও সমমান ৩০ জন পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে বরগুনা বেতাগী উপজেলা কল্যাণ সমিতি, ঢাকাস্থ উদ্যোগে বৃহস্পতিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠানের বৃত্তির চেক ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথি বিচারপতি এ.এন.এম বসির উল্লল্লাহ বলেন,বেতাগী উপজেলা কল্যাণ সমিতি, ঢাকাস্থ এই বৃত্তি প্রদান শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে সহযোগিতা নয় বরং তাদেরকে অনুপ্রেরণা, সাহস ও উৎসাহ প্রদান। বিগত বছরগুলোতে সমাজের অসচ্ছল জনগোষ্ঠীর শিক্ষার্থীরা যে কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেছে তার স্বীকৃতি হিসেবে সমিতির পক্ষ থেকে মেধাবীদেরকে এই স্বীকৃতি প্রদান। আমরা চাই ভবিষ্যতে তারা দ্বিগুণ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পড়াশুনায় গভীর মনোনিবেশ করে নিজের, পরিবারের, সমাজের ও সর্বোপরি দেশের ভাগ্য উন্নয়নে কাজ করবে। শিক্ষিত জনগোষ্ঠীই দেশের প্রধান চালিকা শক্তি। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে তিনি সার্টিফিকেট অর্জনের পাশাপাশি ভাল মানুষ হিসেবে গড়ে উঠার এবং তাদের এই মেধাকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু বলেন,বেতাগী উপজেলা কল্যাণ সমিতি, ঢাকাস্থ উদ্যোগে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। অদূর ভবিষ্যতেও মেধাবীদের সহযোগিতার ক্ষেত্রে আমাদের সাহায্যের হাত সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ্। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মতো মেধাবীরাই একদিন সমাজকে পরিবর্তন করবে। সমাজের সবার জন্য ন্যায্য ও মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে সভাপত্তিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। অনুষ্ঠান উদ্বোধন করেন সরকারের সচিব হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিচারপতি এ.এন.এম বসির উল্লল্লাহ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডাঃ সুলতান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা গাজী আঃ রহমান, আবুল হাসেম, আবদুস সামাদ, অবসর প্রাপ্ত সিনিয়র জেলা জজ মোহাম্মদ আলতাফ হুসাইন, জয়নাল আবেদীন খান, সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক মোঃ হেলাল মিয়া, শিক্ষাবৃত্তি প্রদান উপ- কমিটির আহ্বায়ক মোঃ সেলিম মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *