• ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার দুপুর ১২:১৪
S M Tajul Islam জুলাই ৩১, ২০২৫

শফিকুর রহমানের হার্টে ৩ টি নয় ৫ টি ব্লক, দেশেই চিকিৎসা করাবেন

ঢাকা : জামাতে ইসলাম বাংলাদেশ এর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে ৩ টি নয় ৫ টি ব্লক এনজিওগ্রামে ধরা পরেছে।

আজ ৩১ জুলাই আমিরে জামায়াত ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন এনজিওগ্রাম করার জন্য। মূলত হার্টে রিং পরানোর উদ্দেশ্যেই যাওয়া। কিন্তু পরীক্ষার পর জানা যায়, তার হার্টে ৫টি ব্লক।

খবর শুনে প্রায় একশত হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসক হাসপাতালে ছুটে আসেন। জরুরি ভিত্তিতে বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয়, উন্নত চিকিৎসার জন্য উনাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

তবে আমিরে জামায়াত স্পষ্ট ভাষায় বলেন, “আমি যদি চিকিৎসার জন্য বিদেশে যাই, তবে দেশের সাধারণ মানুষের এদেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। আমি দেশের ডাক্তারদের হাতেই চিকিৎসা নিতে চাই, ইনশাআল্লাহ।”

আগামী শনিবার ইউনাইটেড হাসপাতালেই তার ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।
এই প্রচারের সাথে সাথে জামাতে ইসলাম বাংলাদেশ এর নেতা কর্মীরা আল্লাহ তায়ালার কাছে দোয়া প্রার্থনা করেন।
হে আল্লাহ! এই দেশপ্রেমিক, আত্মত্যাগী নেতাকে তুমি পূর্ণ সুস্থতা দান করো। তার সার্জারিকে তুমি কল্পনাতীত সহজ করে দাও। এই দেশের খেদমতে তুমি তাকে কবুল করে নাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *