• ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার রাত ১০:০৪
S M Tajul Islam মে ২৩, ২০২৫

রাজউকের সার্ভার হ্যাক করে কয়েকটি ভবনের অনুমোদন

এস এম তাজুল ইসলাম : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সার্ভার হ্যাক করে কয়েকটি ভবনের অনুমোদন নিয়ে নেওয়ার পর সেগুলো বাতিল করেছে সংস্থাটি।

হ্যাক করার পর কিছু সময়ের জন্য রাজউকের ভবন অনুমোদন কার্যক্রম বন্ধ ছিল।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাজউক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজউকের ইসিপিএস সার্ভারে ‘অনুপ্রবেশ করে’ একটি চক্র। ১৭ মিনিটের মধ্যে একটি ভবনের অনুমোদনের ঘটনা নজরে আসে রাজউকের। ১৫ তলার ১৮৫ ইউনিটের ভবনটি জলাভূমি ও উচ্চতা সীমা এলাকায় হওয়ায় অনুমোদন পায়নি। চক্রটি ওই ভবনের নকশা অনুমোদন করিয়ে নেয়।

রাজউক বলছে, তদন্ত করতে গিয়ে দেখা যায়, এমন আরও তিনটি ভবনের অনুমোদন প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছিল চক্রটি। সে সময় সার্ভার বন্ধ করে মতিঝিল থানায় জিডি করা হয়।

রাজউক বলছে, অনুমোদন দেওয়া নকশা ধরে রাবেয়া বারী নামে এক প্রকৌশলীর সন্ধান পায় রাজউক, যার সই নকশায় ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মতিঝিলের ‘নীল নকশা’ নামে একটি কম্পিউটারের দোকানের কর্মী স্বপন ওই ঘটনায় জড়িত।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে অননুমোদিত নকশা অনুমোদনের সঙ্গে ওই ভবনের সম্পৃক্ততা পায়। ওই দোকানের মালিক এনামুলের ক্রেডিট কার্ড ব্যবহার করে রাজউকের ফি পরিশোধ করা হয়েছিল।

রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, “এ ধরনের ঘটনা অনভিপ্রেত। সংশ্লিষ্টদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন এমন না ঘটে, নেওয়া হবে সে ব্যবস্থাও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *