• ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার ভোর ৫:০৯
S M Tajul Islam সেপ্টেম্বর ২৩, ২০২৫

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ডিম নিক্ষেপ এনসিপির নেতা জারা ও আক্তার হোসেনের উপর

ডেস্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ডক্টর মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে আজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতারা আগমন করেছেন। বড় দল হিসেবে অনেকেরই প্রত্যাশা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডা-পান্ডা-সান্ডাদের প্রতিহত করতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রাখবেন।

অথচ অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করা গেলো, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে তাদের নেতাকর্মীরা নিরাপদে বিমানবন্দর থেকে সরিয়ে নিলেও, এনসিপি এবং বিএনপির নেতারা কার্যত অসহায়ভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। ডক্টর ইউনূস নিজে নিরাপদে তার প্রটোকল ব্যবহার করে এয়ারপোর্ট ত্যাগ করলেও; তিনি তার সাথে আগত অতিথিদের নিরাপত্তার বিষয়টি স্বার্থপরের মতো ইগনোর করেছেন।

অন্যদিকে এনসিপির নেতা তাসনিম জারা এবং আক্তার হোসেন বিমানবন্দরে আওয়ামী দোসরদের ডিম নিক্ষেপ এবং গালাগালির শিকার হন। তাদের রক্ষা করতে সেখানে যুক্তরাষ্ট্র বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায় নি। এনসিপি একটা ছোট দল, আমেরিকার মাটিতে তাদের জনসমর্থন শুন্যের কোঠায় সেটি আমরা আঁচ করতে পারি। তবে এখানে “বড় ভাই” হিসেবে বিএনপির নেতাকর্মীরা ঢাল হিসেবে দাঁড়াতে পারতো। কয়েকটা ছবিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চারপাশে বেশ কিছু আওয়ামী দুর্বৃত্তদের উপস্থিতিও লক্ষ্য করা গিয়েছে।

সবমিলিয়ে আজ আবারো প্রমাণিত হলো, দেশের মাটিতে বা বিদেশের মাটিতে, সবখানেই জামায়াতে ইসলামী একটি সুপরিকল্পনা নিয়ে আগাচ্ছে এবং বিব্রতকর পরিস্থিতি এড়াতে কৌশলী ভূমিকা রেখে সফল হচ্ছে। অন্যদিকে বিএনপি যুক্তরাষ্ট্রে মূলত একটা “টোকাই” নির্ভর দলে পরিণত হয়েছে। গিয়াস নামের এক টোকাইয়ের (লাল বৃত্ত চিহ্নিত) অদক্ষতা এবং অবিবেচক ভূমিকা আজ আবারো নগ্নভাবে আমাদের সামনে ধরা দিলো।এইসব অযোগ্য এবং অপদার্থ নেতাদের নিয়ে বিএনপি যদি আগামী দিনের রাজনীতি চালায়, তাহলে অদূর ভবিষ্যতে সেটা বিএনপির জন্য ভালো কোন ফল বয়ে আনবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *