
মেক্সিকোতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে ঝড় ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ রাজ্য। খবর আল জাজিরা ও রয়টার্সের।
রোববার এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, দুটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের প্রভাবের কারণে দেশটিতে ভারী বৃষ্টি হয়েছে। এতে ভেরাক্রুজ, পুয়েবলা, হিডালগো, কুয়েরেতারো এবং সান লুইস পোতোসিসহ পাঁচটি রাজ্যে ভূমিধস এবং বন্যা দেখা দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভেরাক্রুজ রাজ্যে বন্যায় ১৮ জন, হিদালগোতে ১৬ জন, পুয়েবলায় নয়জন এবং কুয়েরেতারোতে একজনের মৃত্যু হয়েছে।
এতে বলা হয়, ঝড়-বৃষ্টি ও ভূমিধসে মেক্সিকোর পাঁচটি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ।
এই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৬ মারা গেছে হিদালাগো রাজ্যে, পুয়েবলা ও কুয়েরেতারো রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে যথাক্রমে ৯ ও ১টি মরদেহ।
মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ডের জেরে গত ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ভারী বর্ষণ হয় মেক্সিকোজুড়ে।
আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, শুধু ভেরাক্রুজেই তিন দিনে ৫৪০ মিলিমিটার (২১ ইঞ্চিরও বেশি) বৃষ্টির রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে দেশের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। ঝোড়ো হাওয়ায় অনেক এলাকায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে বাড়িঘরের ওপর পড়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রাকৃতিক দুর্যোগে মেক্সিকোর ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে সোয়া ৩ লাখের বেশি মানুষ।