• ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার রাত ১১:৩০
S M Tajul Islam অক্টোবর ১৩, ২০২৫

মিসরে সড়ক দুর্ঘটনায় ৩ কূটনীতিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের জনপ্রিয় পর্যটন শহর শারম এল-শেখে এক সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কূটনীতিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

নিহতদের মধ্যে রয়েছেন কাতারি আমিরি দিওয়ানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

রোববার (১২ অক্টোবর) কায়রোতে অবস্থিত কাতার দূতাবাস এবং মিসরের সরকারি সূত্রে এই তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, নিহত তিনজন হলেন—সাউদ বিন থামার আল থানি, আব্দুল্লাহ আল-ঘানেম আল-খায়ারিন এবং হাসান জাবের আল-জাবের। তারা সরকারি দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনার শিকার হন।

আহত দুই কূটনীতিক হলেন—আব্দুল্লাহ ঈসা আল-কুওয়ারি ও মোহাম্মদ আব্দুল আজিজ আল-বুয়াইনাইন। তাদের শারম এল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে কাতার দূতাবাস জানায়, আমাদের কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

দূতাবাস আরও জানায়, নিহত ও আহত কূটনীতিকদের আজই একটি কাতারি বিমানে করে দোহা পাঠানো হবে।

এদিকে মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, চালকের স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *