• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রাত ১২:১৮
S M Tajul Islam অক্টোবর ১৫, ২০২৫

ব্ল্যাকমেইলের চেষ্টা গণতন্ত্রবিরোধী, সরকারকে সতর্ক থাকার আহ্বান দুদুর

ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোনো রাজনৈতিক দলের সরকারের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের হুমকি বা ব্ল্যাকমেইলের চেষ্টা করা অনৈতিক, বে-আইনি ও গণতন্ত্রবিরোধী। সরকারকে এ ধরনের ব্ল্যাকমেইলকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, কোনো রাজনৈতিক দল সরকারের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের হুমকি দিলে বা ব্ল্যাকমেইল করার চেষ্টা করলে তা আইনের শাসনের পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ। সরকারের ভেতরে চর নিয়োগ করা বা ব্ল্যাকমেইল করার মতো কাজ কোনো রাজনৈতিক দলের কাজ নয়। এটি অনৈতিক ও অশোভন আচরণ। যারা ব্ল্যাকমেইল করে রাজনৈতিক সুবিধা নিতে চায়, সরকারকে তাদের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। অনির্বাচিত সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। গণতন্ত্র না থাকলে স্বৈরতন্ত্রের পতনের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, তা ব্যাহত হবে এবং মানুষ হতাশ হয়ে পড়বে।

শামসুজ্জামান দুদু বলেন, মঙ্গলবার মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। রাস্তাঘাটে বের হলেই মানুষ আতঙ্কিত হচ্ছে। সরকারের প্রতি অনুরোধ— দ্রুত নাগরিক নিরাপত্তা নিশ্চিত করুন।

নির্বাচন সুষ্ঠু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) বা নির্বাচন-সম্পর্কিত কর্মকর্তাদের নিয়োগ যেন কোনো বিশেষ দলের প্রভাবে না হয়। তা হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ আশাহত হবে।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রের সম্ভাবনাকে রক্ষা করতে এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য অপরিহার্য।

কে. এম. রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আয়োজিত নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *