• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত ১২:৩৬
S M Tajul Islam জানুয়ারি ২৪, ২০২৫

ব্যক্তি মালিকানাধী ঢাকা মৌলভীবাজার মৎস ও কাচাবাজার ইজারার প্রতিবাদ

ঢাকা : ব্যক্তি মালিকানাধী ঢাকা মৌলভীবাজার মৎস ও কাচাবাজার ইজারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মৌলভীবাজার মৎস দোকানদার সমবায় সমিতি লিঃ।
,
পুরাতন ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত একটি শত বৎসরের পুরাতন বাজারের নাম হচ্ছে মৌলভীবাজার,সম্পুন্য ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি উপর গড়ে উঠেছে এই বাজার । এবং সম্পত্তি সংক্রান্ত- সি.এস- এস.এ. আর. এস এবং ঢাকা সিটি জরিপ খতিয়ানে মালিকদের নাম উল্লেখ করা আছে কিন্তু বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শেষ সময়ে এসে ব্যক্তি মালিকানাধীন উক্ত বাজারটি দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে ইজারা দিয়াছে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মৌলভীবাজার মৎস দোকানদার সমবায় সমিতি লিঃ এর সভাপতি সফিকুল ইসলাম।

 সফিকুল ইসলাম বলেন, মৌলভীবাজার মৎস ও কাচা বাজারটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির উপর গড়ে উঠেছে। আমরা উক্ত বাজারের দোকানদাররা মৌলভী বাজার মৎস্য দোকানদার সমবায় সমিতি লিঃ এবং কাঁচা বাজার দোকান মালিক সমিতি, যুগ যুগ ধরিয়া বংশ পরম পরায় ব্যবসা বাণিজ্য করিয়া জীবিকা নির্বাহ করিয়া আসিতেছি। মৌলভী বাজারের উক্ত দোকান পাটগুলো সম্পূর্ণ ভাবে ব্যক্তি মালিকানাধীন সম্পক্তির উপর গড়ে উঠেছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শেষ সময়ে এসে ব্যক্তি মালিকানাধীন উক্ত বাজারটি ইজারা দিয়াছে উল্লেখ্য করিয়া তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে এবং আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী ৩১ নং ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর শেখ মোঃ আলঙ্গীরের নেতৃত্বে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের পতনের কয়েক বছর পূর্বে হতে ইজারা নামে দোকানদারদের নিকট হইতে জোরপূর্বক চাঁদা আদায় করিতে থাকে। উক্ত বিষয়ে আমরা দোকানদার সমিতি প্রতিবাদ করিলে আমাদেরকে প্রাণ নাশের হুমকি দেয়। ২০২৪ সালে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হইলে আমরা মৌলভীবাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজ মুক্ত হই। সম্প্রতি ঢাকা (দঃ) সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি কে দিয়ে চক বাজার থানার যুব দলের আহ্বায়ক শাহ আলম (লাকি) কে খাস আদায় এর নামে চাঁদা আদায় জন্য অনুমতি প্রদান
করেছে মর্মে জানিতে পারিয়া উক্ত বেআইনি কর্মকাণ্ড করার জন্য আমরা দোকানদার সমিতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের বরাবর আবেদন করি এবং বিগত ২১/০১/২০২৫ ইং তারিখে ঢাকা (দঃ) সিটি করপোরেশনে প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোঃ ফারাবির সাথে দেখা করিয়া অবগত করি যে বাজারটি – সম্পুন্য ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি উপর গড়ে উঠেছে। এবং সম্পত্তি সংক্রান্ত- সি.এস- এস.এ. আর. এস এবং ঢাকা সিটি জরিপ খতিয়ানে আমাদের মালিকদের নাম উল্লেখ করা আছে। উক্ত বাজারটি সিটি করপোরেশনের মালিকানাধীন সম্পত্তি নয় কিন্তু পরিতাপের বিষয় এই যে স্থানীয় যুব দলের নেতা, চকবাজার থানা আহ্বায়ক শাহ আলম (লাকি) সিটি করপোরেশনের অসাধু কর্মকর্তাদের সাথে যোগ সাজশে আমাদের দোকানদারদের নিকট হতে খাস আদায় এর নামে বেআইনিভাবে চাঁদা আদায় করতে গেলে আমরা ব্যবসায়ীরা প্রতিবাদ করি কিন্তু এখনো পর্যন্ত দোকান মালিক দের নিকট হইতে চাঁদা আদায় এর জন্য প্রতি নিয়ত হুমকি দিচ্ছে। উক্ত বিষয়টি – আমরা ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে লিখিতভাবে অবহিত করি এবং অনুলিপি অনুযায়ী চকবাজার থানা পুলিশ ইনচার্জের নিকট লিখিত আবেদন করি। এই ব্যাপারে  আমরা  ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টার নিকট আকুল আবেদন করছি বাজারটি ইজারা বাতিল করে চাদা মুক্ত করারন্য ব্যবস্থা নিবেন।

উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন,মৌলভীবাজার মৎস দোকানদার সমবায় সমিতি লিঃ এর সভাপতি সফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন,সহ সভাপতি রাব্বানী,সহ সাধারণ সম্পাদক রিপন,কাচা বাজার দোকানদার সমবায় সমিতির সভাপতি মোঃ কাশেম, সাধারণ সম্পাদক মোঃ হাসান, জাবেদ, রাজিব হোসেন সহ প্রায় দুই শত উক্ত বাজারের ব্যবসায়ী বৃন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *