• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যা ৭:২৬
S M Tajul Islam জানুয়ারি ৬, ২০২৫

বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করে প্রজ্ঞাপনের দাবি

ঢাকা : সরকারের নিকট আবেদন থাকবে,বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা পূর্বের ন্যায় দুই বছর বৃদ্ধি পূর্বক ৩৪ বছর করে অবিলম্বে প্রজ্ঞাপন জারি আহ্বান জানান ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ এর আহ্বাবায়ক ডাঃ মোবারক হোসেন।

রবিবার ৬ই জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অব বাংলাদেশ এর উদ্যোগে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

ডাঃ মোবারক হোসেন বলেন,স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার। এই স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য রাষ্ট্র জনগণের নিকট দায়বদ্ধ। এই দায়বদ্ধতাকে কাঁধে নিয়ে দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে এদেশের চিকিৎসক সমাজ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। কিন্তু এই গুরুদায়িত্ব পালন করার পথপরিক্রমায় চিকিৎসক সমাজ নানা সময় নানা অব্যবস্থাপনার শিকার হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে। ঠিক এই রকমই বিসিএস পরীক্ষায় চিকিৎসকেরা বয়সসীমার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন।

তিনি বলেন, গতবছর ২৮ নভেম্বর তারিখ প্রকাশিত ৪৭ তম বিসিএস পরীক্ষায় আবেদনের প্রজ্ঞাপনে আবেদনকারীর বয়সসীমা ২১ থেকে ৩২ বছর উল্লেখ করা হয়, যা সকল আবেদনকারীর ক্ষেত্রেই প্রযোজ্য। উল্লেখ্য যে, অন্যান্য বিসিএস আবেদনকারীর স্নাতক শেষ করতে যেখানে ন্যূনতম ৪ বছর প্রয়োজন হয়, সেখানে চিকিৎসকদের এমবিবিএস/বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে নূন্যতম ৭৮ মাস বা সাড়ে ৬ বছর লাগে। তাই পূর্ববর্তী সকল সাধারণ বিসিএস পরীক্ষায় যেখানে আবেদনকারীদের বয়সসীমা ৩০ বছর ছিল সেখানে চিকিৎসকদের বয়সী মা ৩২ বছর ছিল। সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা ২ বৃদ্ধি করে ৩২ করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে কোন বয়স বৃদ্ধি হয়নি। ফলে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে সচেতন চিকিৎসক মহলের দাবি।

তিনি আরো বলেন,স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসক মহলের দাবির সাথে একাত্মতা পোষণ করে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় গত ১৭ ই ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখনও বয়স বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না। ইতিমধ্যে ৪৭ তম বিসিএস পরীক্ষায় গত ২৯ ই ডিসেম্বর ২০২৪ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে নীতিনির্ধারণী পর্যায়ের সকল ব্যক্তিবর্গ চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক হওয়া স্বত্বেও এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে কালক্ষেপণ করা হচ্ছে।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ডাঃ মোবারক হোসেন, উপস্থিত ছিলেন ডাঃ মাহফুজুল হক চৌধুরী, ডাঃ গোলাম সামদানী,ডাঃ সারোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *