• ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত ১১:৫১
S M Tajul Islam জুলাই ১৯, ২০২৫

বিএনপি বিপ্লবী নয়, উদারপন্থী রাজনৈতিক দল: মির্জা ফখরুল

ঢাকা : বিএনপি কোন বিপ্লবী দল নয় উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই আগষ্ট গণঅভ্যুথানের বর্ষপূর্তীতে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আলোচনা সভায়টি আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা কোন বিপ্লবী দল নয়। বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার সামর্থ নেই, সেই সাহসও নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে একতা কল্যাণকর রাষ্ট্র করতে চাই।

আলোচনা সভায় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অ‍্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জেএসডির তানিয়া রব সহ গণঅভ্যুত্থানে অংশ নেয়া সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *