
বায়রা সদস্য কল্যাণ পরিষদে নতুন কমিটি গঠিত: প্রবাসী কল্যাণে আশার আলো
ঢাকা : গত ৩ আগস্ট ২০২৫, রাজধানীর ঢাকার নয়া পল্টনে হোটেল ভিক্টোরি লিমিটেডের সম্মেলন কক্ষে আয়োজিত বর্ধিত সভায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। দীর্ঘদিন গঠনতন্ত্রহীন, অনিবন্ধিত ও একক নেতৃত্বের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ সংগঠনের অধিকাংশ সদস্য এই নতুন কমিটি গঠনে সম্মতি দেন।
জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম “বায়রা সদস্য কল্যাণ পরিষদ”-এ নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের নেতৃত্বে এসেছে কাঙ্ক্ষিত পরিবর্তন। সদ্য গঠিত এই নতুন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছেন দেশের প্রবাসী কর্মসংস্থান সংশ্লিষ্ট বিভিন্ন মহল।
নতুন নেতৃত্বে যাঁরা আছেন:
সভাপতি: হাজী মোঃ জামাল হোসেন,মহাসচিব: মোঃ কবির হোসেন,সিনিয়র সহ-সভাপতি: হাসান মাহমুদ মজুমদার,সাংগঠনিক সম্পাদক: মনোয়ারুল ইসলাম মনির ,অর্থ সম্পাদক: মোঃ বারেক আলী, প্রচার সম্পাদক: আব্দুল কাইয়ুম,
(নির্বাচিত বাকি সদস্যদের নাম পরবর্তী বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে)
নতুন নেতৃত্বের প্রতিশ্রুতি:
সভাপতি হাজী মোঃ জামাল হোসেন বলেন—“এই সংগঠন কোনো ব্যক্তিবিশেষের নয়, বরং সকল সদস্যের সম্মিলিত প্ল্যাটফর্ম। আমরা অঙ্গীকার করছি—গণতন্ত্র, স্বচ্ছতা ও সদস্যকল্যাণ হবে আমাদের পথচলার মূল ভিত্তি।”
মহাসচিব মোঃ কবির হোসেন বলেন—“প্রতিটি সদস্যের মতামতকে সম্মান জানিয়ে আমরা একটি আধুনিক, নিবন্ধিত ও কার্যকর সংগঠন গড়ে তুলবো। এর জন্য শিগগিরই গঠনতন্ত্র প্রণয়ন, নিবন্ধন প্রক্রিয়া ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা চালু করা হবে।”
সংগঠন পুনর্গঠনের অগ্রাধিকার পরিকল্পনা:
১। সদস্যদের পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরি
২। গঠনতন্ত্র প্রণয়ন ও সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধন
৩। সদস্যদের জন্য আইনি সহায়তা, ভিসা পরামর্শ ও দক্ষতা প্রশিক্ষণ
৪। অভিবাসন নীতিতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা
৫। প্রবাসী শ্রমবাজার বিষয়ক তথ্যভিত্তিক ওয়েবপোর্টাল চালু
সাধারণ সদস্যরা বলেন—“আমরা বিশ্বাস করি, এই নতুন কমিটি শুধুমাত্র নেতৃত্ব নয়, বরং একটি যুগান্তকারী পথচলার শুরু। আমরা সকলে মিলে এই সংগঠনকে প্রবাসী কল্যাণে একটি মডেল প্ল্যাটফর্মে পরিণত করতে চাই।”
বায়রা সদস্য কল্যাণ পরিষদের নতুন নেতৃত্বের এই সূচনা প্রমাণ করে—প্রবাসী কর্মসংস্থান খাতে সুশাসন, জবাবদিহিতা এবং সদস্যদের সম্মান অটুট রাখতে হলে নেতৃত্বে সাহসী পরিবর্তন ও সঠিক পথচলা অত্যন্ত জরুরি।