• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার সকাল ৮:৫২
S M Tajul Islam অক্টোবর ২৮, ২০২৪

বায়রায় প্রশাসক নিয়োগ করে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবী

ঢাকা : বায়রার ৯ জন কার্যনির্বাহী সদস্যের পদত্যাগ ও সভাপতিসহ কয়েকজন সদস্য পলাতক থাকায় বাণিজ্য মন্ত্রণায়য়ের মাধ্যমে প্রশাসক নিয়োগ করে দ্রুত, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবীতে সাংবাদিক সম্মেলনে এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি  (বায়রা) এর সদস্যবন্দ এই দাবী জানান।

রবিবার ২৬ অক্টোবর  ঢাকা রিপোর্টার্স ইউনিটি,  সাগর রুনি মিলনায়তনে এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) নেতৃবৃন্দ  এই দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন,গত ০৩ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে অনুষ্ঠিত বায়রার ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশএসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সী (বায়রা)-এর কার্যনির্বাহী কমিটির ২০২২-২০২৪টা সালের নির্বাচনে মোট ২৭টি পদের মধ্যে আমাদের সম্মিলিত সমন্বয় পরিষদে সর্বমোট ২৩টি পদে বিপুল ভোটে  বিজয় অর্জন করেছিলাম। বায়রার সকল স্তরের সদস্যদের অনেক আশা- আকাঙ্ক্ষা  নিয়ে শুরু হয়েছিল আমাদের স্বপ্নের অভিযাত্রা। আপনারা অবগত আছেন যে, বাংলাদেশের সবচেয়ে বড় রেমিটেন্স আয়ের এই খাত কখনও বায়রার মাধ্যমে এমন কোন শক্তিশালী নেতৃত্ব পায়নি যারা সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মধ্যে একটু সুষ্ঠু আন্তঃযোগাযোগ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে এই সেক্টরে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে একটি সুশৃঙ্খল সমন্বিত এবং ব্যবসায়ীও প্রবাসগামী কর্মীবাজর বায়রা প্রতিষ্ঠা সম্ভব হতে পারে।

 বক্তারা বলেন,নির্বাচিত হওয়ার কিছু দিনের মধ্যেই আমাদের স্বপ্নভঙ্গের শুরু হয় প্যানেলের প্রধান (সভাপতি) আবুল বাশার তাঁর একান্ত অনুসারী ১৫/১৬ জন সমর্থককে নিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য  নিন্ডিকেট করে পরাজিত প্যানেল প্রধানও মালয়েশিয়া সিন্ডিকেটের মুলহোতা রুহুল আমীন স্বপন সহ ৪ জন একীভূত হয়ে আমাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতাকে সংখ্যালঘুতে রূপান্তর করেন। এ এক অভূতপূর্ব লজ্জাজনক ঘটনা, যার ফলশ্রুতিতে প্রবল ইচ্ছে থাকলেও কমিটিতে আমরা যারা সত্যিকারার্থেই যায়রাকে একটি গতিশীল, সক্ষম সংগঠন হিসেবে গড়তে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারিনি।

তারা বলেন,গত ৭ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে বায়রা’র বর্তমান কমিটির কার্যকাল শেষ হওয়ার কথা থাকলেও নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট বা আমাদের কমিটি ৯০ দিন পর্বে নির্বাচন কমিশন এবং আপিল বোর্ড গঠনে ব্যর্থ হয়। যেই ব্যর্থা ঢাকতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুই দফায় ৩১ ডিসেম্বর ২০২৪ইং পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ বাড়িয়ে আনেন। বিগত ২৩.০৬.২০২৪ইং তারিখে ইর্মাজেন্সি মিটিং-এর মাধ্যমে একটি বিতর্কিত নির্বাচন চামিশন এবং আপিল বোর্ড গঠন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, যে নির্বাচন কমিশনের প্রধান করা হয় পতিত স্বৈরাচারের দোসর ইউনিয়ন ব্যাংকে গচ্ছিত আমানতকারীদের ১২ হাজার ভরি স্বর্ণ আত্মত্মসাৎকারী এবং প্যানেল প্রধান আবুল বাসারের বিশ্বস্তও অনুগত যুবলীগ নেতা মহিউদ্দিন মাহি’কে। তার মধ্যে  মাজহারুল ইসলাম মালয়েশিয়া সিন্ডিকেটের জন্য অভিযুক্ত রুহুল আমীন স্বপনের আপন ভাগ্নে। এহেন একটি পক্ষপাতদুষ্টও অন অভিজ্ঞ  একটি কমিশনের মাধ্যমে অনেক সদস্যদের প্রবল প্রতিবাদ সত্ত্বেও তিনি এবং তাঁর সহযোগীরা কোন প্রকার কর্ণপাত না করে একটি প্রহসনের নির্বাচন সাজানোর উদ্যোগ গ্রহণ করেছেন যার মাধ্যমে পতিত স্বৈরাচারী সরকারের দোসরা আবারও বায়রায় ক্ষমতায় অধিষ্টিত হয়ে নিজেদের আখের গোছানো এবং সিন্ডিকেট-বাণিজ্য চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন।

তারা আরো বলেন,আমরা এফবিসিসিআইয়ের আরবিট্রেশন কমিটির কাছে এই নির্বাচন কমিশন ও আপিল বোর্ড বাতিলের আবেদন করেছিলাম। কিন্তু এফবিসিসিআইয়ের তৎকালীন নেতৃত্ব পতিত স্বৈরাচারী সরকারের দোসর হওয়ায় এবং আমাদের প্যানেল প্রধান আবুল বাশার ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক প্রেসিডেন্ট পদের প্রভাব খাটিয়ে এফবিসিআইকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বিরত রাখেন বরং এফবিসিসিআই থেকে আমাদেরকে আদালতে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়।

পরবর্তীতে আমাদের সাধারণ সদসানের পক্ষ থেকে মহামান্য হাইকোর্ট বিভাগে আমাদের কমিটির মেয়াদ বর্ধিতকরণ কেন অবৈর হবে না- এই বিষয়ে ১টি রিট আবেদন করা হয়। প্রথম রিট আবেদনটি স্থগিত করার জন্য আমরা বায়রার ক্যার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের কমিটির মেয়াদকাল স্থগিতের নির্দেশনাটি স্থগিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু বিষয়টি নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে তুমুল সমালোচনা এবং বিরূপ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে দ্বিতীয় রিট স্থগিত করার ব্যাপারে আমরা বিরোধিতা করি সাধারণ সদস্যদের মতামতকে সম্মান জানিয়ে
বায়রা’য় প্রশাসক নিয়োগের মাধ্যমে একটি অবাধ, সর্বজনস্বীকৃত ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মতামত জানাই।কিন্তু বর্তমান মহাসচিব আলী হায়দার চৌধুরী সৈরাচারী ফ্যাসিবাদের অন্যতম প্রেতাত্মা এবং আওয়ামীলীগের শ্রম বিষয়ক উপকমিটির সদস্য আওয়ানী যুবলীগের উত্তরের সাবেক সভাপতি ফ্যাসীবাদি পতিত শাসকের পদধারী নেতা বায়রা’র পলাতক প্রেসিডেন্ট আবুল বাশার ও সিভিকিটের অনত্যম হোতা রূছল আমির স্বপদের উক্তিতে এবং পারস্পরিক যোগসাজসে আমাদের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজ উদ্যোগে হাইকোট কর্তৃক দ্বিতীয় স্থগিত আদেশটিও স্থগিত করার ব্যবস্থা করেন।

তারা বলেন, আমরা মনে করি বিষয়াট উদ্দেশ্যপ্রণোদিত, সদস্যদের মতামতের প্রতি অসম্মান ও বৃত্তাভূলি প্রদর্শন এবং একটি সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার প্রয়াস ছাড়া আর কিছু নয়। এ রকম একটি পদ্মপাতদুষ্ট নির্বাচন কমিশন ও আপিল বোর্ডের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে তারা পুরনো পতিত স্বৈরাচারের দোসর, সিন্ডিকেটের হোতাদেরকে জিতিয়ে এনে বায়রাকে অকার্যকর ও পকেট সংগঠনে পরিণত কারার ফন্দি  আঁটছে। এরই মধ্যে গত ২৩ অক্টোবর ২০১৪ ইং তারিখে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট কর্তৃক একটি উসি কমিটির বৈঠক আহবান করা হলে সদস্যদের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে নিসিনার সহ-সভাপতি  (ভারপ্রাপ্ত সভাপতির দারিত্ববত) মিটিংটি বাতিল ফরার নির্দেশ প্রদান করেন। কিন্তু পতিত ফ্যাসিবাদের দোসর পলাতক সভাপতি এবং তার পদলেহনকারী অবৈধ মহাসচিব সম্পূর্ণ বেআইনীভাবে মিটিংটি সম্পন্ন করে পলাতক নির্বাচন কমিশনারের পরিবর্তে তাদের  একজনকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে পুনরায় নির্বাচন কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ  কারেন। এরই প্রতিবাদে বায়রার ভাবপ্রাপ্ত সভাপতি জনাব রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি-১ জনাব নোমান চৌধুরী, বৈধ মহাসচিব জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, যুগ্ম মহাসচিব-১ মহা জনাব ফখরুল ইসলাম এবং কালচারাল সেক্রেটারি রেহানা পারভীন সহ ৯ জন বায়রার সকল পদ এবং ইসি কমিটি থেকে পদত্যাগ করেছেন। বর্তমান বায়রা’র প্রেসিডেন্ট পলাতক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন, ভাইস প্রেসিডেন্ট-১ সহ ৯ জন পদত্যাগ করেছেন এবং বেশ কয়েকজন আওয়ামী ফ্যাসীবাদের সদস্যও পলাতক রয়েছেন ফলস্বরূপ বায়রা দৃশত অকার্যকর। তাই আমরা সরকার এবং সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পতিত ফ্যাসিবাদের দোসরদের দ্বারা গঠিত বর্তমান বায়রার কমিটি ভেঙে দিয়ে অবিলম্বে একজন প্রশাসক নিয়োগের মাধ্যমে বায়রায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ গ্রহণের জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।

 উক্ত সাংবাদ সম্মেলনে ভাবপ্রাপ্ত সভাপতি জনাব রিয়াজুল ইসলাম, নোমান চৌধুরী, শামীম আহমেদ চৌধুরী নোমান, ফখরুল ইসলাম, রেহানা পারভীন  সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *