বান্দরবান নাইক্ষ্যংছড়ি’র বাইশারী করলিয়ামুরা “নবজাতক শিশুর মুখ দেখার আগেই পিতার রহস্যজনক মৃত্যু “
এম হাবিবুর রহমান রনি নাইক্ষ্যংছড়ি বান্দরবান : বান্দরবান নাইক্ষ্যংছড়ি’র বাইশারী করলিয়ামুরা ৪নং ওয়ার্ডের নুরুল আলমের ছেলে শাহজাহানের (৩১) রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানাযায় পূর্বশত্রুতার জেরধরে রাবার বাগানে খাবার পানিতে এসিড মিশিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
বাইশারী আলিক্ষ্যং এলাকায় ফোর এইচ (ডিভাইন) কোম্পানির রাবার বাগানের শ্রমিক মোঃ শাহজাহান (৩১) প্রতিদিনের মতো ১৬ নভেম্বর ভোর বেলায় রাবার বাগানে রাবার সংগ্রহ করতে যান। রাবার সংগ্রহ শেষে তাদের অফিসে দুপুর বেলা ২ ঘটিকার সময় চলে এসে তার পানির পিপাসা অনুভূত হইলে শাহজাহান তার খাবার পানির বোতলে থেকে পানি খাওয়ার সাথে সাথে অসুস্থ হয়ে পড়লে
দ্রুত তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্ররন করা হয়। এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ১২ টা ১০ মিনিট সময় মৃত্যুবরণ করেন।
শাজাহানের স্ত্রী রিফামণি গর্ভবস্থায় ডেলিভারি সময় হওয়াতে তাকে ডেলিভারি করার জন্য কক্সবাজার ঈদগাও হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে স্ত্রীর গর্ভে থাকা নবাগত শিশুর মুখ দেখার আগেই শাহজাহানের মৃত্যু হয়।
তাকে সুস্থ করার জন্য কক্সবাজার সদর হাসপাতালে তার আত্মীয়স্বজন ও এলাকাবাসীর অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো পারেনি।
ফোর এইচ (ডিভাইন) কোম্পানির রাবার বাগানের একাউন্ট ম্যানেজার ওয়োহেদুল ইশলাম বলেন, মোঃ শাজাহান আমার বাগানের শ্রমিক, বোতলের পানির মধ্যে এসিড মিশিয়ে তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা এ হত্যার পিছনে জড়িত আছে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক।
বাইশারী করলিয়ামুরার ৪ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য মোঃ সাদেক বলেন, পূর্বের শত্রু তার চেয়ে ধরে, তার খাবার পানিতে এসিড মিশিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তার পরিবারের দাবি পূর্ব শত্রুতার জের ধরে বোতলে রাখা পানির ভিতরে দুশমনি করে কেউ এসিড মিশিয়ে হত্যা করেছে। এই নিয়ে এলাকায় শখের ছায়া নেমে এসেছে।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, মোঃ শাজাহান কে চিকিৎসার জন্য কক্সবাজার হসপিটালে নেয়া হয়েছে সেখানে তার মৃত্যু হয়, ময়নাতদন্তের প্রক্রিয়ায় আছে রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।





























