
বানারীপাড়ায় প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলনে এক অসহায় নারী
বরিশাল : বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামের এক গৃহবধূ প্রতিপক্ষের হামলা ও প্রতিহিংসামূলক প্রচারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বানারীপাড়া প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নুপুর বেগম, তিনি স্থানীয় বাসিন্দা সৈয়দ মনির হোসেনের স্ত্রী।
সংবাদ সম্মেলনে নুপুর বেগম জানান, তার স্বামী সৈয়দ মনির হোসেনের ক্রয়কৃত সম্পত্তিতে থাকা একটি কাঠের ঘর সরানোর কাজ চলাকালে প্রতিপক্ষ সৈয়দ নুরুজ্জামান এসে বাধা দেন ও চাঁদা দাবি করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে হেনা বেগম, সৈয়দ সালেক, সৈয়দ ফারুক, সৈয়দ সাইফুল ইসলাম, মো. নুর আলম হাওলাদারসহ আরও কয়েকজন লাঠি ও দা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান।
হামলায় নুপুর বেগম দা’র কোপে আহত হন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার স্বামীর খালাতো বোন আকলিমাও গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা তার গলার দশ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় আদালতে মামলা করার পর প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন করেছে। মানববন্ধনের ব্যানারে তার পরিবারকে ‘ভূমিদস্যু, দখলদার ও মাদক ব্যবসায়ী’ হিসেবে চিহ্নিত করারও নিন্দা জানান তিনি।
নুপুর বেগম বলেন, আমরা আমাদের বৈধ সম্পত্তিতেই আছি। তারা আত্মীয় হওয়ায় আমাদের চলাচলের পথ দিয়েছিল। এখন সেই রাস্তার অজুহাতে পরিবেশ উত্তপ্ত করে তুলছে এবং কল্পকাহিনি সাজিয়ে আমাদের মানহানি করছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি করেন।