ফ্যাসিবাদের দোসররা এখনও পদোন্নতি প্রাপ্ত হচ্ছে
ঢাকা : আমাদের ভাবতে অবাক লাগেনা যে, ফ্যাসিবাদের দোসররা এখনও পদোন্নতি প্রাপ্ত হচ্ছে জেনে! শুধু ভাবছি কে বা কারা সর্বজন শ্রদ্ধেয় মাননীয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ মহোদয়ের সুযোগ্য ও সৎ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করে যাচ্ছে?? আমরা গভীরভাবে খুঁজছি তাদের যারা মোটা ঘুষের বিনিময়ে বাচ্চুদের মত স্খলনকারী লোকদের পদায়ন করে পুরুষ্কৃত করে রাতারাতি জাতীয়তাবাদী বানিয়ে দিচ্ছে??
এলজিআরডি মন্ত্রণালয়ের ভেতরে ঘাপটি মেরে থাকা খুনি হাসিনার দোসরদের মুখোশ অচীরেই জাতির সামনে প্রকাশ করবে ছাত্র-জনতা। কে কোথায় কার চাপে এবং কত টাকার বিনিময়ে বাচ্চুদের প্রমোট করছে তা গভীর অনুসন্ধানের শেষাংশে পৌঁছেছে। আগামীকালই মাননীয় উপদেষ্টা মহোদয়কে সর্বোচ্চ লেবেল থেকে সব অবহিত করা হবে ইন শা আল্লাহ।
অনতিবিলম্বে ছাত্র-গণহত্যার দোসর বাচ্চু মিয়ার পদোন্নতির তথা ঢাকা এলজিইডির নির্বাহী প্রকৌশলী দায়িত্বের আদেশ বাতিল করতে হবে। এই আদেশ বাস্তবায়ন করা মানে মাননীয় উপদেষ্টা মহোদয়কে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো!
ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার মিডিয়া উইং সহ জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দও উদ্বেগ প্রকাশ করেছেন বলে জেনেছি। এত আপত্তি এবং বিতর্কের পরে কার স্বার্থে অযোগ্য, করাপ্টেড বাচ্চু মিয়াকে ঢাকার দায়িত্ব দেওয়া হচ্ছে? ছাত্র-জনতার কাছে এই উত্তরের মুখোমুখি সবাইকে হতে হবে।
সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, উপদেষ্টা হাসান আরিফ সাহেবকে কিছু লোক তাদের সার্থে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে, এই বিষয়ে উপদেষ্টা আরও সাবধানতার সাথে কাজ করলে দেশ এই দোসরদের থেকে মুক্তি পাবে।