• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার সন্ধ্যা ৬:৫৪
S M Tajul Islam আগস্ট ২৭, ২০২৫

“ফায়ার সার্ভিসে দুর্নীতির সিন্ডিকেট: ডিজি জাহিদ কামালের বিরুদ্ধে বিস্তর অভিযোগ”

নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল ছায়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এখন জনমনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এক লিখিত আবেদনে মো. মাসুম বিল্লাহ নামের এক রাজনৈতিক ব্যক্তিত্ব অভিযোগ করেন, গত এক বছর ধরে ফায়ার সার্ভিসে “একক আধিপত্য” কায়েম করে রেখেছেন জাহিদ কামাল।

অভিযোগে বলা হয়, নিয়োগ, বদলি, টেন্ডার, ফায়ার রিপোর্ট, সেফটি প্ল্যান থেকে শুরু করে প্রতিটি ধাপেই ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এম্বুলেন্স সেবার মতো গুরুত্বপূর্ণ খাতও নাকি কোটি কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে। এমনকি সদর দপ্তরে নিয়মিত বস্তাভর্তি টাকা গোনা হয়, যেখানে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা থেকে পেটোয়া বাহিনী পর্যন্ত সবাই ভাগ পায়।

অভিযোগকারী দাবি করেছেন, এই পুরো সিন্ডিকেটের মূল চালিকা শক্তি মহাপরিচালক নিজে। তার ঘনিষ্ঠ সহযোগী শামস আরমান দীর্ঘ ১৫ বছর ধরে সদর দপ্তরে অবস্থান করছেন এবং অভিযোগ আছে, হত্যা মামলার আসামি হয়েও তিনি বহাল তবিয়তে রয়েছেন কেবল এই সিন্ডিকেটের কারণেই।

এই সিন্ডিকেটের ভয়ঙ্কর দাপটে ফায়ার সার্ভিসের ভেতরে ভীতি ছড়িয়ে পড়েছে। কর্মকর্তারা অভিযোগ করেছেন, ঘুষ দিতে অস্বীকার করলে বদলি, সাময়িক বরখাস্ত কিংবা ইনক্রিমেন্ট আটকে দেওয়ার মতো শাস্তির মুখে পড়তে হয়। এমনকি রিপোর্ট আটকে দিয়ে সিন্ডিকেটের লোকজনকে পাঠানো হয় টাকা আদায়ের জন্য।

সব মিলিয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান এখন যেন দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে—এমনই ভাষ্য অভিযোগপত্রে উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *