• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার সন্ধ্যা ৭:৩৫
S M Tajul Islam জানুয়ারি ১৯, ২০২৫

ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বহালের দাবি

ঢাকা: ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন আখতার উজ্জামান।

শনিবার ১৮ জানুয়ারি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের তৃতীয় তলায় সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসন (ফরিদপুর -৪) পুনরুদ্ধার কমিটির মতবিনিময় সভায় সদস্য সচিব মোহাম্মদ আখতার উজ্জামান এই দাবি জানান।

মোহাম্মদ আখতার উজ্জামান বলেন,স্বৈরাচার আওয়ামী লীগ প্রার্থীকে সুবিধা দেওয়ার জন্য তৎকালীন নির্বাচন কমিশন ২০০৮ সালে ১৫৪ টি সংসদীয় আসনের সীমানা কাটাছেঁড়া করেছে। তখন অযৌক্তিকভাবে কোন কোন আসন বিলুপ্ত করা হয়েছে, আবার সৃষ্টি করা হয়েছে নতুন সংসদীয় আসন। আমরা সদরপুর-চরভদ্রাসনবাসী সেই কূটকৌশলের শিকার অর্থাৎ সদরপুর- চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ ও ভাংগা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসনকে একত্রিত করে ভাংগা-সদরপুর- চরভদ্রাসন উপজেলা মিলিয়ে একটি আসন ফরিদপুর-৪ করা হয়েছে। যার কারণে বিগত ১৬ বছর ধরে আমরা সদরপুর- চরভদ্রাসন উপজেলাবাসী সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার।

তিনি বলেন,বর্তমানে ফরিদপুর সংসদীয় আসন-৪ ভাংগা-সদরপুর-চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। আমরা ফরিদপুর সংসদীয় আসন-৪ পুনরায় সদরপুর-চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠনের জোর দাবি জানাচ্ছি। কারণ উল্লেখ্য আসনটি ১৯৭৯ সালের নির্বাচন ব্যতীত ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত সদরপুর-চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ সংসদীয় আসন বহাল ছিলো।তাই সদরপুর-চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন পুনর্বহালের দাবি এলাকাবাসীর।

দাবি সমুহ:-

■ ভৌগোলিক অখন্ডতা এবং প্রশাসনিক দিক বিবেচনা করে ফরিদপুর-৪ আসনটি সদরপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও চরভদ্রাসন উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে পূর্নগঠন করতে হবে।
■ ভাংগা উপজেলাকে ফরিদপুর-৪ থেকে আলাদা করতে হবে।
■ শুধুমাত্র জনসংখ্যাকে গুরুত্ব না দিয়ে উন্নয়ন, প্রশাসনিক সুবিধা, শিল্প সংস্কৃতি এবং ভৌগোলিক বাস্তবতাকে প্রাধান্য দিতে হবে।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাবেক সচিব মোহাম্মদ কুদ্দুস খান, সঞ্চালনায় অনুষ্ঠানে মিজানুর রহমান, বক্তব্য রাখেন সদস্য সচিব মোহাম্মদ আখতার উজ্জামান, বিএনপির নেতা জহিরুল হক সাহাদাত, শাহআলম রেজা,এস এম হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *