• ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকাল ৩:৪০
S M Tajul Islam নভেম্বর ৩, ২০২৫

প্রার্থী তালিকায় নাম না থাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি মাদারীপুর: বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে মাদারীপুর-১ আসনের বাদ পড়া প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা। এ সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে মাদারীপুর-১ আসনে প্রার্থী হিসেবে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয়েছে। এর পরপরই অপর প্রার্থী তালিকা থেকে বাদ পড়া সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। একপর্যায়ে তারা সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

লাভলু সিদ্দিকীর সমর্থকদের দাবি, জামান কামাল নুরুদ্দিন মোল্লার ভাই শিবচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং আওয়ামী লীগ থেকে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, যা দলীয় মনোনয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়ায় অসন্তুষ্ট কিছু নেতাকর্মী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভে অংশ নিলেও কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন।

জানা যায়, জামান কামাল নুরুদ্দিন মোল্লা শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনায় মাদারীপুর বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে, তবে পরিস্থিতি এখন স্বাভাবিক।

উল্লেখ্য, মাদারীপুরের দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নাম এবং মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান খোকন তালুকদারের নাম ঘোষণা করা হয়।

মাদারীপুর-১ আসনের প্রার্থী জামান কামাল নুরুদ্দিন মোল্লা ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিকভাবে তার পরিবারও বেশ প্রভাবশালী। তার ভাই লতিফ মোল্লা শিবচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

অপরদিকে, কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তবে দলীয় মনোনয়নের খবরে মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুদ্দিন মোল্লার সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করলেও ক্ষোভে ফুসে ওঠেন সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *