• ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার ভোর ৫:০৯
S M Tajul Islam অক্টোবর ৮, ২০২৫

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় কর্নেল-মেজরসহ ১১ সেনা সদস্য নিহত

আন্তজার্তিক ডেস্ক: পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় কর্নেল-মেজরসহ ১১ সেনা সদস্য নিহত পাকিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে কর্নেল-মেজরসহ ১১ সেনা সদস্য নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওরাকজাইয়ে গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযানের (আইবিও) সময় একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজরসহ ১১ সেনা সদস্য নিহত হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) দেশটির সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইং এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের সেনবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে যে, গত রাতে ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল খোয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওরাকজাইয়ে অভিযান পরিচালনা করে।

আইএসপিআর আরও জানিয়েছে, অভিযান পরিচালনার সময় ভারতীয় মদদপুষ্ট খাওয়ারিজ বাহিনীর ১৯ সদস্য নিহত হয়।

এতে আরও বলা হয়েছে, গুলি বিনিময়ের সময়, ৩৯ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক, যিনি সামনে থেকে তার সৈন্যদের নেতৃত্ব দিচ্ছিলেন, এবং তার সেকেন্ড-ইন-কমান্ড, ৩৩ বছর বয়সী মেজর তৈয়ব রাহাত তাদের নয়জন সেনা নিহত হয়।

নিহত অন্য সদস্যরা হলেন- ৩৮ বছর বয়সী নায়েব সুবেদার আজম গুল, ৩৫ বছর বয়সী নায়েক আদিল হুসেন, ২৪ বছর বয়সী নায়েক গুল আমির, ৩১ বছর বয়সী ল্যান্স নায়েক শের খান, ৩২ বছর বয়সী ল্যান্স নায়েক তালিশ ফারাজ,৩২ বছর বয়সী ল্যান্স নায়েক ইরশাদ খান, ২৮ বছর বয়সী ল্যান্স নায়েক ইরশাদ খান, তুফা খান, ২৩ বছর বয়সী সিপাহী আকিব আলী ও ২৪ বছর বয়সী সিপাহী মুহাম্মদ জাহিদ।

আইএসপিআর জানিয়েছে, ওই এলাকায় ভারতীয় মদদপুষ্ট অন্য কোনো খারজি সদস্য পাওয়া গেলে তা নির্মূল করার জন্য একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী দেশ থেকে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সৈন্যদের এ ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ১৯ জন সন্ত্রাসীকে হত্যার জন্য দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং লেফটেন্যান্ট কর্নেল আরিফ এবং মেজর রাহাতসহ সৈন্যদের শাহাদাতের জন্য শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরও বলেন, নির্ভীক নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না।

প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, আমরা ভারত-সমর্থিত সন্ত্রাসীদের ঘৃণ্য উদ্দেশ্য চূর্ণ করব। পাকিস্তানের অখণ্ডতার ক্ষতি করে এমন উৎসগুলোকে আমরা সফল হতে দেবো না। সরকার দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।

প্রেসিডেন্টের দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ওরাকজাইয়ে নিরাপত্তা বাহিনীর সাহসী পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *