• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার সন্ধ্যা ৭:৪৬
S M Tajul Islam ডিসেম্বর ২৪, ২০২৪

পল্লী কবি জসীম উদ্দিন পদক ২০২৪ পেলেন কবি সৈয়দা রাশিদা বারী

ঢাকা: সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘পল্লী কবি জসীম উদ্দিন পদক ২০২৪’ পেয়েছেন বিশিষ্ট কবি সৈয়দা রাশিদা বারী।

ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপুরে পল্লীকবি জসিম উদ্দিন যাদুঘর ও লোক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত শীতকালীন সাহিত্য উৎসব ২০২৪ এ তাকে এই পদক দেওয়া হয়।

সাহিত্য সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র, ফরিদপুর এর পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয়।

পল্লী কবি জসিম উদ্দিন যাদুঘর ও লোক সাংস্কৃতিক কেন্দ্র এর সহযোগিতায় সাহিত্য সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র সম্প্রতি এই শীতকালীন সাহিত্য উৎসব এর আয়োজন করে।

সাহিত্য সাংস্কৃতিক গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি জাকিয়া সুলতানা শিল্পী এর সভাপতিত্বে দিনব্যাপী এ অনুষ্ঠানে সারাদেশের কবি-সাহিত্যিকরা অংশ নেয়।

এছাড়াও, সৈয়দা রাশিদা বারী সাহিত্যে তার অবদানের স্বীকৃতি স্বরুপ কুষ্টিয়া জেলায় পৃথক তিনটি পুরস্কারে ভ’ষিত হয়েছেন।

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাঁশআড়া কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের সম্প্রতি অনুষ্ঠিত তিনদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এই পুরস্কার দেওয়া হয়।

সাহিত্যের সকল শাখায় একনিষ্ঠ অবদান এর স্বীকৃতি স্বরুপ বাঁশআড়া কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের পক্ষ থেকে সৈয়দা রাশিদা বারীকে ’গুণীজন সম্মাননা ২০২৪’ প্রদান ও ’শামস তাবরিজি’ উপাধিতে ভূষিত করা হয়।

এ সময় উক্ত দরবার শরীফের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ সুফি মো. নকছের আলী আল মাইজভান্ডারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও কুমারখালীর সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনসার প্রামানিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৈয়দা রাশিদা বারী কুমারখালীর মেয়ে, তিনি তার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক কার্যক্রমে ব্যাপক সাড়া জাগিয়েছেন। তিনি আন্তর্জাতিক পুরস্কার ও নানান সম্মানায় ভূষিত হয়েছেন। বাংলাদেশ সরকারের কাছে আমাদের সকলের দাবি তার যোগ্যতার স্বীকৃতি স্বরুপ তাকে যেন সাহিত্যের ওপর জাতীয় স্বীকৃতি, সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও, সৈয়দা রাশিদা বারীকে একই স্থানে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিন ভারতীয় একটি মিডিয়া ’সৃষ্টি টিভি’র পক্ষ থেকে তাকে ‘ভাষা বিজ্ঞানী’ উপাধি ও তৃতীয় দিন আন্তর্জাতিক গাউছিল আজম সাংস্কৃতিক একাডেমীর পক্ষ থেকে ‘রাবেয়া বসরী’ সম্মাননা ও উপাধি দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, সৈয়দা রাশিদা বারী এ যাবৎ গুরুত্বপূর্ণ ২শত এর অধিক গ্রন্থ রচনা করেছেন।
তিনি ৪ হাজারেরও বেশি গান লিখেছেন। সৈয়দা রাশিদা বারী সাহিত্যে ও সংস্কৃতির ওপরে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রায় ৯০টি সংবর্ধনা, সম্মাননা, পুরষ্কার, ক্রেস্ট, মেডেল, মানপত্র, শুভেচ্ছা শ্রদ্ধা ও প্রশংসাপত্র পেয়েছেন। তবে উপাধী পেয়েছেন প্রায় ২৬টি, এর মধ্যে ভারতরতœসহ ৬টি উপাধী তিনি ভারত হতে পেয়েছেন।

তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রের গীতিকার। এছাড়া, তিনি জাতীয় সচিত্র মাসিক ‘স্বপ্নের দেশ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *