• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার সকাল ৮:২১
S M Tajul Islam অক্টোবর ১১, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় র‍্যাবের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

পটুয়াখালী : পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় যাত্রীবাহী বাস ও র‍্যাবের গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে দুই বছরের এক শিশু, একজন নারী ও র‍্যাবের গাড়িচালক। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কটি প্রায় ঘণ্টাব্যাপী বন্ধ ছিল।

পটুয়াখালী সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে বরিশাল সিএমএইচ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে কুয়াকাটাগামী র‍্যাব-৮ এর একটি গাড়ি এবং বিপরীত দিক থেকে আসা কুয়াকাটা-বরিশাল রুটের ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দু’টি যানবাহনই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই র‍্যাব সদস্যের দুই বছরের কন্যা সন্তান নিহত হয়েছে। একই সঙ্গে নিহত হন র‍্যাবের গাড়ির চালক আলিম (৪২) এবং আফরোজা (৩৫) নামের এক নারী যাত্রী।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, সংঘর্ষের পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করি। র‍্যাবের গাড়ি থেকে ১৩ জনকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা গুরুতর। রক্তক্ষরণজনিত জটিলতা, হাড়ভাঙা এবং মাথায় আঘাতের কারণে তাদের বরিশালে স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *