• ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ৯:৫৪
S M Tajul Islam আগস্ট ১, ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল করার ঘটনায় সংগঠনটির ৪৩ নেতাকর্মীকে আসামি করে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করে পুলিশ।

শুক্রবার বিকেল সোয়া পাঁচটার সময় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫-২০ জনকে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার নুর নবী ওরফে রাজু (৩১) ও আবদুল আহাদ (১৮), শরিফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. শ্রাবণ (১৯), চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের জাহিদুল হাসান (১৯) ও সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের মো. আরমান (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় ২৫ থেকে ৩০ জন কিশোর–তরুণকে কয়েকটি ফেস্টুন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায়। মিছিলে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেন। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন। সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দু’টি ফেস্টুন, তিনটি লাঠি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান শুক্রবার বিকেল সোয়া পাঁচটার সময় আমার দেশকে জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন এজাহারনামীয় আসামি এবং আরেক একজন এজাহারের বাহিরে। আটকদের কোর্টে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *