
দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাতের নেতাকর্মীরা ঢাকায় জড়ো হচ্ছেন
ঢাকা : শনিবার ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ সফল করার লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। সমাবেশ শনিবার হলেও একদিন আগেই এসে অবস্থান করছেন অনেক জেলার নেতাকর্মীরা।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে নেতাকর্মীদের উপস্থিত দেখা গেছে। উদ্যানের মাঠে নেতাকর্মীদের মাগরিবের নামাজ পড়তেও দেখা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা আসছেন নেতাকর্মী ও সমর্থকরা। রাজধানীর শাহবাগ, কাকরাইল, মৎসভবন টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় দলটির নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। ছোট ছোট গ্রুপ করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেখা যায়। কারো হাতে দাঁড়িপাল্লা প্রতীকও ছিল। আগত অধিকাংশ নেতাকর্মীদের গায়ে পাঞ্জাবি থাকলেও কারো কারো গায়ে সাদা গেঞ্জি পড়তে দেখা গেছে। গেঞ্জিতে লেখা রয়েছে, ‘তারুণ্যের প্রথম ভোট, চাঁদাবাজের বিপক্ষে হোক’, ‘দাঁড়িপাল্লা ভোট দিন’।
বরিশাল থেকে আসা দলটির নেতাকর্মীরা জানান, শনিবার সকাল থেকেই আমাদের সমাবেশ শুরু হবে। রাস্তায় যানজটের কথা চিন্তা করে আজ চলে এসেছি।
সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা নেতাদের সাথে কথা বলে জানা গেছে, শিবিরের নেতাদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়েছে। রাতে এখানে তারা অবস্থান করবেন। বিভিন্ন গ্রুপের তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। রাতে সারাদেশ থেকে যেসব নেতাকর্মীরা আসবেন তাদের সেবার দায়িত্ব নিবেন।