• ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত ৯:৫৭
S M Tajul Islam অক্টোবর ১৪, ২০২৫

দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৬৬৫

ঢাকা : দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬৬৫ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত রয়েছেন এক হাজার ১৫১ জন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে পুলিশের চলমান অভিযানে মোট ১ হাজার ৬৬৫ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে ১ হাজার ১৫১ জন ওয়ারেন্ট ও মামলাভুক্ত আসামি এবং ৫১৪ জন অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া অভিযানে উদ্ধার করা হয়েছে-একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি বার্মিজ ছুরি এবং অপরাধ কাজে ব্যবহৃত আরও কিছু আলামত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *