দেশজুড়ে অভিযানে এক হাজার ৭২৬ জন অপরাধী গ্রেপ্তার
ঢাকা : দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭২৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৮৫ জন।
শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭২৬ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৮৫ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫৪১ জন। এ ছাড়া অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান, দুটি এলজি, একটি ম্যাগাজিন, চার রাউন্ড কার্তুজ, চারটি ছুরি, একটি চাপাতি ও একটি চাইনিজ কুরাল উদ্ধার করা হয়।





























