
থানা ঘেরাওয়ের হুমকি দেওয়া কর্মকর্তা রাসেল দলের কেউ নন: বিএনপি
কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়ে আলোড়ন সৃষ্টি করা সরকারি কর্মকর্তা শেখ রাসেল বিএনপির কেউ নন বলে জানিয়েছে জেলা বিএনপি।
গতকাল শনিবার রাতে কুষ্টিয়া জেলা বিএনপি এক বিবৃতিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার সম্পর্কে মন্তব্য করে সমালোচনার জন্ম দেওয়া শেখ রাসেল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক পদে কর্মরত। ডিজির সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে বর্তমানে দপ্তরবিহীন অবস্থায় আছেন। বিএনপি কিংবা অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। দলের ব্যানার ব্যবহার করে তিনি অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন।
গত শুক্রবার কুমারখালীর চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শেখ রাসেল বলেন, ‘কে কী করেছে, কে আওয়ামী লীগ করেছে, সেটা না। সবাই আমাদের মানুষ। সবাই চৌরঙ্গীর মানুষ। এদের পুলিশি অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেপ্তার করা হয়, আমরা থানা ঘেরাও করব সবাই মিলে। কিডা কোন দল করেছে, এটা দেখার বিষয় না।’
তাঁর বক্তব্যের ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। শেখ রাসেল কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের ভাই।