• ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার ভোর ৫:০৪
S M Tajul Islam সেপ্টেম্বর ২৯, ২০২৫

তিন বস্তা মরা মুরগি জব্দ করে জড়িত দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে তিন বস্তা মরা মুরগি জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিপাড়া মোড় থেকে এসব মরা মুরগি জব্দ করা হয়। আটক দুজন হলেন গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)।

জানা গেছে, সকালে মরা মুরগির বস্তা নিয়ে বিভিন্ন রেস্তোরাঁয় সাপ্লাই দেওয়ার উদ্দেশ্যে বের হয় অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভ্যানগাড়িসহ সাদা প্লাস্টিকের বস্তাভর্তি মরা মুরগি জব্দ করেন।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির চেষ্টা যেভাবেই হোক প্রতিহত করা হবে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *