• ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার রাত ১:১৯
S M Tajul Islam জানুয়ারি ৫, ২০২৬

তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।

রোববার (৪ জানুয়ারি ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আলোচনার অংশ হিসেবে এই সাক্ষাৎকারের আয়োজন করা হয় বলে জানা গেছে।

সাক্ষাৎকার অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এছাড়া ব্যবস্থাপনা কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে কবি আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন ও জাহিদুল ইসলাম রনি এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমনও এই সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে তারেক রহমান জাতীয় প্রেসক্লাবের নেতাদের সঙ্গে পেশাদারিত্বের মান উন্নয়ন ও গণমাধ্যমের নিরপেক্ষতা বজায় রাখা নিয়ে কথা বলেন। প্রেসক্লাব নেতৃবৃন্দও মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। গুলশানে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকটি দেশের রাজনৈতিক ও সাংবাদিকতা উভয় মহলেই বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *